পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> & 。 মুর্শিদাবাদের ইতিহাস । পুত্র বনমালী সিংহ বন কাটিয়া কান্দীতে বাস করিয়াছিলেন । কান্দীও পশ্চিম মুর্শিদাবাদের অন্তর্গত ও যজানের নিকটস্থ । বনমালী সিংহের পৌত্র বিনায়ক সিংহ উক্ত প্রদেশের রাজ হইয়াছিলেন । সিংহ ও ঘোষবংশে অনেক পরাক্রান্ত ব্যক্তি জন্মগ্রহণ করেন। ক্রমে তদ্বংশীয়গণ পশ্চিম মুর্শিদাবাদের ভিন্ন ভিন্ন স্থানে বাস করিয়া ফতেসিংহ পরগণাকে উত্তররাঢ়ী কায়স্থগণের শ্রেষ্ঠ সমাজ করিয়া তুলিয়াছেন । o পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, উত্তররাটীয় কায়স্তৃগণ বল্লালী ७ङब्रबाछीग्न কৌলীন্ত স্বীকার করেন না, এবং বল্লালের কয়িষ্ণুগণের সহিত আহার ব্যবহার না করায় ব্যাস সিংহকে কৌলীন্ত- ছিন্নমস্তক হইতে হয়, এবং তিনি করাতীয়া ব্যাস " সিংহ ও তাহার পিতা কারন্থগুরনামে অভিহিত হন। এই প্রবাদের কোন মূল আছে কি না বলা যায় না। তবে বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় কায়স্থগণের আচার ব্যবহার হইতে উত্তররাঢ়ীয় কায়স্থগণের আচার ব্যবহার পৃথক্ হওয়ায় তাহাদের মধ্যে যে বল্লালী কৌলীন্য নাই, ইহা স্বীকার করা যাইতে পারে। সস্তবতঃ উত্তররাষ্ট্ৰীয়গণ নিজেরাই আপনাদের কৌলীন্য প্রথা প্রচলিত করিয়া থাকিবেন। পূৰ্ব্বোল্লিখিত পঞ্চগোত্রজ কায়স্থ ব্যতীত ক্রমে ক্রমে শাণ্ডিল্যগোত্রজ ঘোষ, কাশুপগোত্রজ দাস, ভরদ্বাজগোত্রজ সিংহ ও মোগলাগোত্রজ কর উত্তররাঢ়ীয় কায়স্থসমাজে প্রবেশ লাভ করেন। উত্তররাটীয় কায়স্থগণের মধ্যে পূৰ্ব্বোল্লিখিত পঞ্চগোত্রজ কায়স্থ এবং শাণ্ডিলাগোত্রজ ঘোষ ও কাশুপগোত্রজ দাস প্রত্যেকে এক এক ঘর রূপে গণ্য হইয়া থাকেন। কিন্তু ভরদ্ধাজগোত্রজ