পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» १४ মুর্শিদাবাদের ইতিহাস । স্বীয় কন্যার সহিত হোসেনের বিবাহ প্রদান করেন । তদবধি হোসেন কাজীর বাটতে থাকিয়া বিদ্যাভ্যাসে প্রবৃত্ত হন। সেই সময়ে মজঃফর সাহ গৌড়ের সিংহাসনে উপবিষ্ট ছিলেন। কাজী সৰ্ব্বদা তাহার দরবারে যাতায়াত করিতেন, এবং গৌড়েশ্বরের সহিত র্তাহার বিশেষ পরিচয় থাকায়, তিনি স্বীয় জামাতাকে রাজদরবারে একটা কাৰ্য্যে নিযুক্ত করিয়া দেন। সেই সময় হইতে হোসেনের ভাগ্যলক্ষ্মী তাহার প্রতি প্রসন্ন হইতে আরম্ভ করেন। র্তাহার অনুগ্রহে হোসেন ক্রমে ক্রমে উজীরের পদে উন্নীত হন। মজঃফর সাহ অত্যস্ত অত্যাচারী রাজা হওয়ায়, অমাত্যবর্গ ষড়যন্ত্র করিয়া তাহার হত্যাকাও সম্পাদন করিলে, হোসেন সকলের অভিপ্রায়ানুসারে গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হন । সিংহাসনে আরোহণ করিয়া হোসেন সাহ আপনার পুৰ্ব্ব প্ৰভু স্ববুদ্ধি রায়ের কথা বিস্তুত হন নাই। তিনি তাহার সম্মান বৃদ্ধি করিয়া রায়কে র্তাহার নিজ গ্রাম চাদপাড়া নিষ্কররূপে প্রদান করিতে ইচ্ছা করিয়াছিলেন । * ব্রাহ্মণ স্ববুদ্ধি রায় যবনের দান লইতে অস্বীকৃত হইলে, হোসেন সাহ চাদপাড়ার এক আনা মাত্র কর ধার্য্য করিয়া দেন । তদবধি উহা এক আনা চাদপাড়া নামে বিখ্যাত হয়, এবং অদ্যাপি ঐ নামেই অভিহিত হইয়া আসিতেছে। দুঃখের বিষয় স্ববুদ্ধি রায় অধিক দিন বৈষয়িক মুখ ভোগ করিতে পারেন নাই । হোসেন সাহার বেগম তাহার ভবিষ্যৎ সুখের অন্তরায় হইয় উঠেন। পূৰ্ব্বে

  • *পাছে ঘৰে হুসেন সাহা গৌড়ে রাজা হৈল, शयूकि ब्रांtग्नरङ्ग डिंइ यश् नांझाईल ।”

६कठछकब्रिङांधूछ । न१, २८ ॥