পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'$b* মুর্শিদাবাদের ইতিহাস । নাদি হইয়াছিল। পরিশেষে মুর্শিদাবাদের বোরাকুলী গ্রামে এক বিরাটু মহোৎসব ও সংকীৰ্ত্তনের অবতারণা হয়। বোরা কুলীতে শ্ৰীনিবাসের শিষ্য গোবিন্দ চক্রবর্তী বাস করিতেন, তাহার পূর্ব নিবাস মহলায় ছিল। মহল বহরমপুরের নিকটস্থ। বোরাকুলীতে রাধাবিনোদ নামে বিগ্রহের প্রতিষ্ঠা হয়। এই উৎসবে বীরচন্দ্রপ্রভৃতি বৈষ্ণব মহাপুরুষগণ যোগদান করিয়া বোরাকুলীকে আনন্দময় করিয়াছিলেন। শ্ৰীনিবাস কাঞ্চনগড়িয়া, বুধুরি ও বোরাকুলীতে যে মহোৎসবের অবতারণা করেন, তাহ হইতে ক্রমে সমগ্র মুর্শিদাবাদে তাহার প্রচারিত বৈষ্ণবধর্শ্বের মাহাত্ম্য ঘোষিত হইয়াছিল, এবং তাহারই শাখা প্রশাখা হইতে মুর্শিদাবাদে বৈষ্ণবধৰ্ম্ম বদ্ধমূল হয়। 免 শ্ৰীনিবাসাচার্য্য যাজিগ্রামে বাস করিতেন, কিন্তু তত্ত্বংশীয়গণের মধ্যে কেহ কেহ পরিশেষে মুর্শিদাবাদে আসিয়া বাস করায় মুর্শিদাবাদে আচাৰ্য্যপ্রভুর বংশধরগণের সন্মান গ্রনিবাসের পাৰও প্রভূত্ব বৰ্দ্ধিত হইয় উঠে। বুধুইপাড়- প্রশাখাৰী। নিবাসী শ্ৰীনিবাসের প্রিয় ভক্ত রামকৃষ্ণ চট্টরাজের পুত্র গোপীজমবল্লভের সহিত আচার্য্যের জ্যেষ্ঠ কন্যা হেমলত ঠাকুরঝির বিবাহ হয়। বুধুইপাড়াবহরমপুর-সৈয়দাবাদের পরপারে,তাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত। এই বুধুইপাড়ায় শ্ৰীনিবাসাচার্য্যের কনিষ্ঠ পুত্র গতিগোবিনের দ্বিতীয় ও তৃতীয় পুত্র রাধামাধব ঠাকুরও স্ববলচন্দ্র ঠাকুর বাস করেন। সুবলচন্দ্র স্বীয় পিতৃম্বস। হেমলতা ঠাকুরবির শিষ্যত্ব স্বীকার করিয়াছিলেন । রাধামাধব ও সুবলচঞ্জের বংশলোপ ঘটিলে তাহাদের অপর এক শাখা মুর্শিদাবাদের দক্ষিণখও গ্রাম হইতে বুধুইপাড়াতে আলিয়া বাস করেন। গতিগোবিদের