পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిeఆ মুর্শিদাবাদের ইতিহাস। হোসেন সাহের রাজত্বাবসানে তাহার পুত্র নসারেত সীহ গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হন। তৎপরে নসারেতের পুত্র ফেরোজ সাহ তিন মাস মাত্র রাজত্ব করিলে, হোসেন সাহের অন্যতম পুত্র মামুদ সাহ ফেরোজের হত্যাকাণ্ড সম্পাদন করিয়া গৌড়রাজ্যের একাধীশ্বর হইয়া উঠেন। মামুদ সাহের রাজত্বকালে সের সাহ গৌড় অধিকার করিলে মামুদ সাহ মোগলসম্রাট হুমায়ুনের আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হন। সম্রাট মামুদ সাহের সহিত গোঁড়াভিমুখে অগ্রসর হইলে পথিমধ্যে মামুদ সাহের মৃত্যু হয়, এবং সেরও গৌড় পরিত্যাগ করিয়া ঝারখণ্ড বা বর্তমান ছোটনাগপুর প্রদেশ দিয়া স্বীয় আবাসস্থান সাসেরামে গমন করেন। হুমায়ুন গৌড়ে উপস্থিত হইয়া উক্ত নগর অধিকার করিয়া বসেন ও বঙ্গরাজ্য দিল্লী সাম্রাজ্যের অন্তর্গত হইল বলিয়া ঘোষণা করার আদেশ প্রদান করেন। রাজধানী গৌড়কে জেন্নেতাবাদ নাম প্রদান করা হয়। এই সময়ে অর্থাৎ ১৫৩৯ ९डेदिक cशोफ़ब्राजा निझैौनांबांग्छाब्र चखडूख श्ब्र उळ । সের সাহ সম্রাটের অনুপস্থিতিতে হিন্দুস্থানাভিমুখে যাত্রা করিলে হুমায়ুনকে গৌড় হইত্তে দিল্লী অভিমুখে গমন করিতে হয়। हेशंग्न गंव्र रुभांडूटनङ्ग निको रुहेरऊ cनग्न हिौज़ निश्हॉगन বলপূর্বক অধিকার করিলে, গৌড় বা বাঙ্গালায় তিনি একজন জধীন শাসনকর্তা নিযুক্ত করেন। সের সাহের সময় বঙ্গরাজ্য কয়েকট প্রদেশে বিভক্ত হয়, এবং সেই বিভাগই জুপ্রসিদ্ধ মোগলকৰ্ম্মচারী তোভুরমলের সরকার ও পরগণা বিভাগের স্থল। সের সাহের মৃত্যুর পর তৎপুত্র সেলিম দিল্লীর সিংহাগৰে গৌড় মোগলजांबांछा-छूख इग्न ॥