পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 elyo মুর্শিদাবাদের ইতিহাস । আক্রমণ করিলে, নবনিযুক্ত শাসনকর্তা খt জেহান b®ሞ© খৃষ্টাব্দে তাহাকে নিহত করিয়া নিষ্কণ্টকে গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হন। দায়ুদ খাঁর সহিত গৌড়ে পাঠানরাজত্বের অবসান হয়, এবং সেই সময় হইতে বাঙ্গল ও উড়িষ্যা প্রকৃত প্রস্তাবে মোগলসাম্রাজ্যভুক্ত হইয় উঠে। বাঙ্গলারাজ্য মোগলসাম্রাজ্যভুক্ত হইলে তথায় এক একজন ... অধীন শাসনকর্তা বা সুবেদার নিযুক্ত হইয়া রাজস্ববেদারগণ। কাৰ্য্য পরিচালনা করিতেন। ১৫৮০ খৃষ্টাব্যে রাজা তোড়রমল্ল বাঙ্গলার শাসনকর্তা নিযুক্ত হন। অন্তান্ত কৰ্ম্মচারীর সহিত র্তাহার বিরোধ ঘটায় বঙ্গরাজ্যশাসনের ব্যাঘাত হইবে মনে করিয়া সম্রাট আকবর তাহার হস্ত হইতে শাসনভার লইয়। খাঁ আজিমের প্রতি অর্পণ করেন, ও রাজার প্রতি বাঙ্গলার রাজস্ববন্দোবস্তের ভার অপিত হয় । রাজা তোড়রমল্প সমগ্র বাঙ্গলাকে ১৯ সরকার ও ৬৮২ পরগণায় বিভক্ত করিয়া সমস্ত খালসা ও জায়গীর জমীর উপর ৬৩,৪৪,২৬০ টাকা রাজস্ব ধাৰ্য্য করেন। র্তাহার এই বন্দোবস্তকে আসল তুমার জমা কহে স্থানান্তরে ইহার বিস্তৃত বিবরণ প্রদত্ত হইবে । রাজা । তোড়লমল্লের বিভক্ত সেই সরকার ও পরগণার মধ্যে মুর্শিদাবাদ সরকার ওড়ম্বরের ও পরগণা চুনাখালির অধীন। কিন্তু মুর্শিদাবাদ প্রদেশের অনেক স্থান বিভিন্ন সরকার ও ভিন্ন ভিন্ন পরগণার অন্তর্গত হয়। ইহার ফতেসিংহ প্রভৃতি প্রসিদ্ধ পরগণা সরকার সরীফাবাদের অন্ধভুক্ত হইয়াছিল। ১৫৮৯ খৃষ্টাব্দে রাজী মানসিংহ বাঙ্কলার ষষ্ঠ মোগল স্নবেদার নিযুক্ত হইয়। ১৬৮৪ খৃষ্টা পৰ্য্যন্ত রাজত্ব করেন, এবং ১৬০৫ খৃষ্টাব্দে আকবর সাহের