পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौग्न অধ্যায় । ఫిeసి মৃত্যু হইলে জাহাঙ্গীরের রাজত্বকালে পুনৰ্ব্বার ১৬৯৬ খৃষ্টাবো তিনি কয়েক মাসের জন্ত বাঙ্গলার শাসনকার্য্যের ভার গ্রহণ করিয়াছিলেন। মানসিংহের সময় রাজমহলে বাঙ্গল, বিহার, উড়িষ্যার রাজধানী স্থাপিত হয়। এই সময়ের পূর্ব হইতে আফগানগণ বিদ্রোহী হইয়া উড়িষ্যা ও বাঙ্গলায় নানারূপ উপদ্রব আরম্ভ করে, এবং বাঙ্গলার ভৌমিকগণ স্বাধীনতা অবলম্বনের প্রয়াস পান। ঐ সমস্ত ভৌমিকগণের মধ্যে মহারাজ প্রতাপাদিত্য যেরূপ বীৰ্য্যবত্তার পরিচয় দিয়াছিলেন, তাহ বাঙ্গালীজাতির নিকট চিরগৌরবময় হইয়া রহিয়াছে। রাজা মানসিংহকে এই সমস্ত বিদ্রোহদমনে সৰ্ব্বদা ব্যস্ত থাকিতে হইত। সেই সময়ে মুর্শিদাবাদে যে সমস্ত ঐতিহাসিক ব্যাপার সংঘটিত হয়, আমরা পাঠানবিদ্রোহের বিবরণের সঙ্গে সঙ্গে যথাযথক্কপে তাহাদের বৃত্তান্ত প্রদান করিতেছি। রাজা মানসিংহের শাসনভার গ্রহণের পূর্ব হইতেই পাঠানগণ বিদ্রোহী হইয়া বঙ্গরাজ্য মধ্যে ঘোর অশা- মানসিংহ ও ত্তির স্বষ্টি করিয়া তুলে। ১৫৮৭ খৃষ্টাব্দে পাঠানবিদ্রোহ। বাঙ্গলার তদানীন্তন শাসনকৰ্ত্ত সাহাবাজ খাঁ পাঠানবিদ্রোহদমনে অশক্ত হইয় তাহদের সর্দার কতলুর্থার সহিত সন্ধিস্থাপন করিতে বাধ্য হন, এবং সমগ্র উড়িষ্যাপ্রদেশ তাহাদিগকে প্রদান করেন । রাজা মানসিংহ রোটাসের স্বপ্রসিদ্ধ দুর্গের সংস্কার করিয়া পাঠানদিগের হস্ত হইতে উড়িষ্যার পুনরুদ্ধারের জন্ত কৃতসংকল্প হন, এবং উড়িষ্যার নিকটস্থ জাহানাবাদ প্রদেশে উপস্থিত হইয়া শিবির সন্নিবেশ করেন। কতলু খ উড়িষ্যার সীমাপ্তপ্রদেশে উপদ্রব আরম্ভ করিলে, মানসিংহ স্বীয় পুত্র