পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২১৭ ব্ৰাহ্মণ কোন কারণে রাজার প্রতি বিরক্ত হইয়া মোগলদিগের নিকট রাজ্যের আভ্যস্তরিক অবস্থা প্রকাশ করিয়া দেন। তাহার পর কোচবিহার রাজ্যে এক দল মোগলসৈন্ত প্রেরিত হইলে,রাজা লক্ষ্মীনারায়ণ সহজেই পরাভূত হন এবং রাজা মানসিংহের সহিত সাক্ষাৎ করিয়া আপনাকে বাদসাহের অধীন রাজা বলিয়। স্বীকার করেন,* ও র্তাহাদের বংশীয় নারায়ণী মুদ্র অৰ্দ্ধাকারে মুদ্রিত করিতে আদিষ্ট হন। লক্ষ্মীনারায়ণের এইরূপ ব্যবহারে তাহার আত্মীয়বর্গ ও সন্নিহিত রাজগণ র্তাহার বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিলে, তিনি দুর্গমধ্যে আশ্রয় গ্রহণ করেন এবং মানসিংহের নিকট সংবাদ পাঠাইলে, মানসিংহ জাহাজ খাকে এক দল সৈন্স সহ কোচবিহারে পাঠাইয়া দেন । জাহাজ খাঁ কোচবিহার জয় ও বিদ্রোহ দমন করিয়া লক্ষ্মীনারায়ণকে স্বপদে প্রতিষ্ঠিত করিয়া আসেন। } ডাক্তার বুকাননের মতে ১৬০১ খৃষ্টাব্দে এই ঘটনা সংঘটিত হয় এবং তাহার লিখিত বিবরণে দৃষ্ট হয় যে, মুসলমানের কোচরাজ্য আক্রমণ করিয়া রাঙ্গামাটা নামক স্থানে

  • আকবরনামায় লিখিত অাছে যে, লক্ষ্মীনারায়ণের পিতৃব্যপুত্র পাটকুমার বিদ্রোহী হইলে লক্ষ্মীনারায়ণ আকবরের অধীনতা স্বীকার করিয়া উছিার সাহায্য প্রার্থনা করেন । বাদসাহ মানসিংহকে তাহার সাহায্যের জঙ্ক আদেশ দেন। মানসিংহ কোচবিহারে উপস্থিত হইয়া লক্ষ্মীনারায়ণকে স্বপদে প্রতিষ্ঠিত ও উtহার এক কস্তার, কাহার কাছারও মতে, তাহার এক ভগিনীর পাণিগ্রহণ করেন। কোচবিহারের ইতিহাসলেখক বাবু ভগবতী চরণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার কোন স্থানীয় নিদর্শন লাই বলিয়। উল্লেখ করিয়াছেন।

t Stewart p, 119. 하