পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छुट्टैौग्न अथााग्न । * :)న কায়স্থরাজ সম্ভবতঃ উত্তররাষ্ট্ৰীয়বংশীয় কোন জমীদার কইবেন । কারণ ফতেসিংহ বহুকাল হইতে প্রবল পরাক্রান্থ উত্তররাষ্ট্ৰীয় কাস্থস্থগণেৱ বাসভূমি বলিয়া বিখ্যাত ছিল এবং ফতেসিংহের উত্তররাঢ়ীয়বংশে অনেক পরাক্রমশালী রাজারও উল্লেখ দেখা যায়। পূৰ্ববংশীয় ও সৈয়দবংশীয়গণ ফতেসিংহের ছদ্ধর্ষ পাঠান অধিবাসিগণ। আমরা পূৰ্ব্বে দেখাইয়াছি যে, উত্তররাঢ়ীয় কায়স্থগণের স্বাক্ষ ফতেসিংহের মুসলমানগণও পাঠানরাজত্বসময়ে উক্ত প্রদেশে যারপরনাই প্রাধান্ত বিস্তার করেন, সুতরাং ফত্তেসিংহ অধিকার করিতে হইলে উত্তররাষ্ট্ৰীয় কায়স্থ ও ফত্তেসিংহের পাঠান অধিবাসিগণেৱ সহিত বিবাদ অনিবাৰ্য্য । আবার সেই সময়ে ফতেসিংহে একজন হাড়ি রাজারও উল্লেখ দেখা যায়। উক্ত হাড়ি রাজাকেও পরাজিত করিয়া সবিতাস্বায়কে ফত্তেসিংহের কতকাংশ অধিকার করিতে হইয়াছিল । হাড়ি রাজার স্মৃতি এখনও ফতেসিংহ প্রদেশে বর্তমান আছে । কিম্বদন্তীমতে হাড়ি রাজার নাম ফত্তেসিংহ । ফতেপুর গ্রাম তাহার রাজধানী ছিল । কান্দী হইতে তিন ক্রেণশ দক্ষিণে বীরভূম জেলার প্রসিদ্ধ গম্বুটিয়া কুঠী যাইবার পথে ময়ূরাক্ষীনদীর অদূরে ফতেপুর অবস্থিত। ফতেপুরের পাশ্ববর্তী মুণ্ডমালানামক স্থানে হাড়িৰংশের ধ্বংস হয় বলিয়া প্রবাদ প্রচলিঙ্ক। হাড়ি রাজার ধ্বংসের পর সৰিতারায় ফতেসিংহ লাভ করেঙ্গ । স্বীয় ষোড়শ শতাব্দীর শেষভাগে সবিতারায় কর্তৃক ফত্তেসিংহ भषिक्लङ झञ्च रुजिब्रा अव्रमांन झ्हे८ठरह । সবিতারায়ের ধারিক ও অজয়ী নামে দুই পরাক্রমশালী পুঞ্জ ছিলেন । তাহান্ত্র পুঞ্জপোঁয়াদিক্রমে ফত্তেসিংহের নানা স্থানে