পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। २२> প্রদেশ হইতে জিঝৌতিয় ব্রাহ্মণগণের নামের উৎপত্তি হইয়াছে বলিয়া বোধ হয়। * সার হেনরি ইলিয়াটের মতে মধ্য প্রদেশের উত্তরে বুন্দেলখণ্ডের দক্ষিণাংশে জিঝৌতিয় ব্রাহ্মণগণের বাসস্থান। কুক সাহেবের মতে জিকোতিয় ব্রাহ্মণগণ কান্যকুজের অন্ততম শাখা। মদনপুঞ্জের লিপিতে যে জেজাকমুক্তিনামক দেশের কথা আছে, তাছাই জঝোতি প্রদেশ হইতে অভিন্ন । আলবিকণি বলিয়াছেন যে, গোয়ালিয়ার ও কালিঞ্জর নগর জঝোতি প্রদেশের অন্তর্গত। । এই সমস্ত স্থানই জিঝৌতিয় ব্রাহ্মণগণের আদিভূমি ও বর্তমান প্রধান সমাজ। সবিতারায় উক্ত প্রদেশ হইতেই বাঙ্গলায় আগমন করেন । তিনি দীক্ষিত উপাধিধারী ও পুণ্ডরীকগোত্রসস্তৃত। সবিতারায়ের বংশ আশ্রয় করিয়া আরও কয়েক ঘর জিঝৌতিয় ব্রাহ্মণ ফতেসিংহে আসিয়া বাস করেন। ফতেসিংহের জিৰোতিয় ব্রাহ্মণগণের মধ্যে দীক্ষিত, ত্রিবেদী, (তেওয়ারী), চতুৰ্ব্বেদী, ( চোবে ) দ্বিবেদী (দুবে) বাজপেয়ী, উপাধ্যায় ও মিশ্র এই কয় উপাধি দেখা যায়। জমিদারী বা লাখেরাজ ভূসম্পত্তি ও কৃষি হইতে ইহাঙ্গের জীবিক নিৰ্ব্বাহ হয়। * কনৌজিয়া ও মৈথিলী

  • Ancient Geography of India p. p. 481-83.

+ Cooke's Tribes and Castes of the N. w. Provinces and Oudh, 111.

७३अछ ३शंद्र नावांबनड: बबौनाङ्गैौ वा कूबिशब बाक्रमनाय প্রসিদ্ধ। কেহ কেহ ইহাদিগকে মুদ্ৰাৰসিক্ত জাতি বলির অনুমান করেন। যুদ্ধাৰসিক্তগণ ব্রাহ্মণের ঔরসে ও বিবাহিত ক্ষত্রিয়পত্নীর গর্ভে উৎপন্ন হন । কোন কোন স্থতিকারের মতে র্তাহার ব্রাহ্মণ হইতে নুন ও ক্ষত্রিয় হইতে