পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘રર 8 মুর্শিদাবাদের ইতিহাস । কপিলেশ্বরের মন্দিরের জন্ত শক্তিপুর মুর্শিদাবাদের একটু প্রধান স্থান বলিয়া প্রসিদ্ধ। জয়রামের বংশধরগণও কপিলেশ্বরে বেদী, মণ্ডপ ও প্রকোষ্ঠাদি নিৰ্ম্মাণ করাইয়া মাত্রিগণের নামাপ্রকার সুবিধা করিয়া দেন। পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকা পাঠে জানা যায় যে, কপিলেশ্বরের বাটীর বকুল বৃক্ষতলে সন্ন্যাসী বৈষ্ণবের প্রায় অবস্থিতি করিতেন । অভ্যন্তরে ব্রাহ্মণগণের চওঁীপাঠে, শিবপূজায়, ভাগবত, মহাভারত প্রভৃতি পাঠে মন্দির প্রতিধ্বনিত হইয়া উঠিত। প্রাতঃকালে, মধ্যাহ্নে ও সায়াহ্নে নানা উপচারে কপিলেশ্বরের পূজার বন্দোবস্ত ছিল। মন্দির ংলগ্ন উপবন, নারিকেল, আম্র, কঁঠাল, ৰিব, চম্পক, কদম্ব বকুলপ্রভৃতি বৃক্ষে সুশোভিত হইয়৷ লোকের আনন্দ বৰ্দ্ধন করিত। তদ্ব্যতীত জবা, টগর, মল্লিক, শেফালিকা, বক, কুন, কাঞ্চন, যুথিকা, জাতি প্রভৃতি পুষ্পবৃক্ষ ফুলভারে অবনত হইয় মহেশ্বরের পূজার জন্ত প্রস্তুত থাকিত। গঙ্গা তৎকালে মন্দির হইতে অৰ্দ্ধ ক্রোশ দূরে অবস্থিত করিতেন। কিন্তু মন্দিরের নিকট দ্বারকা নদী প্রবাহিত ছিল । শিবরাত্রির দিন মহাসমারোহে উৎসব হইত। সেই সময়ে গঙ্গা হইতে মন্দির পর্য্যস্ত স্ত্রীপুরুষ শ্রেীবদ্ধ হইয় গতায়াত করিত । রাত্রিকালে প্রাঙ্গণ দীপান্বিত ও স্ত্রীগণের দ্বারা পূর্ণ হইয়া উঠিত, স্বদেশীয় ও বিদেশীয় নান লোকের মিশ্রণে কোলাহল উৎপন্ন হইত। বাস্তসহকারে নানাপ্রকার মাঙ্গলিক কৌতুক ঘটত। মানাসামগ্ৰীক্রয়বিক্ররে সমাগত ব্যবসায়ীদিগের দীপালোকিত দোকান বসিত। এইরূপে কপিলেশ্বরের মনির শোভাশালী হইয়া উঠিত্ত ও লোকে আনন্দে রাত্রি জাগরণ করিয়া নানা উপচারে কপিলেশ্বরের পূজা