পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ఫిస్చిన তিনি যে সমস্ত গ্রন্থ রচনা করেন, তন্মধ্যে কর্ণানন্দ নামে গ্রন্থে শ্ৰীনিবাসাচার্য্যের শাখা প্রশাখাবলীর বর্ণনা করা হইয়াছে, এবং বৈষ্ণবসমাজে তাহার যথেষ্ট আদরও দেখা যায়। পয়ারবিরচিত সেই পদ্যগ্রন্থ তাৎকালিক বৈষ্ণবসমাজের একখানি ক্ষুদ্র ইতিহাসবিশেষ। তাহা হইতে বৈষ্ণবসমাজের অনেক জ্ঞাতব্য বিযর অবগত হওয়া যায়। এই গ্রন্থ রচিত হইলে হেমলত ঠাকুরাণী ইহার আদ্যোপাস্ত শ্রবণ করিয়া আনন্দলাভ করায় নিজে তাহার কর্ণানন্দ নাম প্রদান করেন । ১৫২৯ শকাব্দে বা ১৬০৭ খৃষ্টাব্দের বৈশাখ মাসে হেমলতা ও স্থবলচন্দ্রের বাসস্থান বুধুইপাড়ায় এই গ্রন্থের রচনা সম্পূর্ণ হয়। * কর্ণানন্দ ব্যতীত যদুনন্দন কৃষ্ণদাস কধিরাজ প্রণীত সংস্কৃত বৃহৎ গোবিন্দলীলামৃত গ্রন্থের মূলের পয়ারানুবাদ, রূপগোস্বামী প্রণীত বিদগ্ধমাধব নাটকের পরারামুবাদ এবং বিল্বমঙ্গল ঠাকুর বা শিহুলন মিশ্র প্রণীত শ্ৰীকৃষ্ণ

  • দুধাইপাড়াতে রহি শ্ৰীমতী নিকটে। - সদাই আনন্দে ভাসি জাহ্নবীর তটে ।

পঞ্চদশ শত আর বৎসর উনত্রিশে। বৈশাখ মাসেতে আর পূর্ণিমা দিবসে । নিজ প্রভুর পাদপদ্ম মন্তকে করিয়া। সমাপ্ত করিল গ্রন্থ শুন মন দিয়া ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্ত প্রভুর দ্বাসের অনুদাস। র্তার দাসের দাস এই যদুনন্দন দাস ॥ গ্রন্থ শুনি ঠাকুরাণীর মনের আনন্দ । ক্রমুখে রাখিল নাম গ্রন্থ কর্ণানন্দ । কর্ণানন্দ, ৬ষ্ঠ নিৰ্য্যাস।