পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । צסיב নূতন মন্দিরে এক্ষণে রাধামাধব অবস্থিত । হরিপ্রিয়ার অতিথিশালার ভগ্নাবশেষ এখনও বিদ্যমান আছে। রাধামাধবের স্নান যাত্ৰ উপলক্ষে কুমারপুরে একট উৎসব ও মেলার অধিবেশন হয়। সে সময়ে তথায় অনেক লোকের সমাগম হইয়া থাকে। রাধামাধবের সেবার জন্ত অনেক ভূমি নিদিষ্ট ছিল। তজ্জন্ত বাদসাহী ফাৰ্ম্মান ও অন্তান্ত অনেক আদেশপত্র প্রদত্ত হয় । মতিঝিলের সন্নিকটে মুর্শিদাবাদে রাজধানী স্থাপিত হইলেও রাধামাধবের গৌরবের কোনই ব্যাঘাত ঘটে নাই । মুর্শিদাবাদের নবাৰের আপনাদের নিকটস্থ হিঙ্গু দেবতার প্রতি কোন রূপ অবজ্ঞা প্রদর্শন করেন নাই। নবাৰ মহবৎজঙ্গের (আলিবদির) মৃত্যুর পর রাধামাধবের কতক ভূমি খাসমহালের গোমস্ত কর্তৃক বাজেয়াপ্ত হইলে, তৎপরবর্তী নবাব সম্ভবতঃ সিরাজউদৌল, তৎকালীন মোহান্ত রূপনারায়ণ গোস্বামীকে তাহা প্রত্যপণ করিতে অনুমতি প্রদান করেন । রূপনারায়ণ হরিপ্রিয় হইতে পঞ্চম সেবক। আলিৰদি খাঁর ভ্রাতুষ্পুত্র ও জামাত নওয়াজেস মহম্মদ খ! মতিঝিলের পশ্চিম তীৰুে এক রমণীয় প্রাসাদ নিৰ্ম্মাণ করাইয়া তথায় বসতি করিতেন। তিনি তাহার দত্তক পুত্র সিরাজের কনিষ্ঠ এক্রামউদ্দৌলার শোকে বিপ্রকৃতিস্থ হওয়ায় ঝিলের পরপারস্থ মন্দিরের শঙ্খ ঘণ্ট শঙ্গে বিরক্ত হইয়া মোহাস্তদিগকে তথা হইতে বিতাড়িত করার ইচ্ছায়, তাছাদের নিকট খান পাঠাইয় দেন। কিন্তু সেই থান৷ তদানীন্তন মোহাস্তের প্রভাবে যুইস্কুলের মালায় পরিণত হয় বলিয় এক প্রবাদ প্রচলিত আছে। • নওয়াজেল মহম্মদ খা SSSS BBB BB BBBBBD DDT DDDD DDC BBB DDD