পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a○8 মুর্শিদাবাদের ইতিহাস । আরাকানী বা মগ, ও পটুগীজ বা ফিরিঙ্গীগণের অত্যাচারে পূৰ্ব্ব বঙ্গ কিছু দিন পৰ্য্যন্ত অশাস্তিময় হইয়া উঠিয়াছিল। অতঃপর মোগল সৈন্যগণ তাহাদিগকে আক্রমণ করিয়া বঙ্গদেশ হইতে বিতাড়িত করিলে, মগের আপনাদের দেশে ও ফিরিঙ্গীরা চট্টগ্রামে গিয়া আশ্রয় গ্রহণ করে। ইহার পর পটুগীজগণ পুনবার প্রবল হইয় উঠে । গঞ্জালেস সহজে সনদ্বীপ পরিত্যাগ করে নাই, কিন্তু মগদিগের সহিত তাহারবিরোধ উপস্থিত হওয়ায় পৰ্টুগীজ দস্থ্যগণ ক্রমে হীনবল হইয় পড়ে। গঙ্গালেস বিশ্বাস ঘাতকতা পূৰ্ব্বক আরাকান রাজ্য আক্রমণ করিলে, মগদিগের দ্বারা পরাজিত হইয়া গোয়ার পর্তুগীজদিগের নিকট সাহায্য প্রার্থনা করে। গোয়ার পটুগীজ রাজপ্রতিনিধি গঞ্জালেসের সাহায্যের জন্য একদল সৈন্তসহ কয়েক খানি জাহাজ পাঠাইয়া দেন। আরাকানরাজ ওলন্দাজদিগের সাহায্যে পৰ্টুগীজ দিগকে পরাস্ত করিয়া গাঞ্জালেসের সনদ্বীপ অধিকার করেন, এবং বাঙ্গলার নানাস্থান আক্রমণ ও লুণ্ঠন করিয়া অধিবাসিগণের মনে ষারপরনাই ভীতির সঞ্চার করিয়া দেন। ৫ বাঙ্গলার তদানীন্তন সুবেদার কাশীম খাঁ এই সমস্ত উপদ্রব নিবারণ করিতে অশক্ত হওয়ায় বাদসাহ তাহাকে দিল্লীতে আহবান করিয়া ইব্রাহিম খাকে ৰাঙ্গলার অবেস্থার নিযুক্ত করিয়া পাঠান। ইব্রাহিম ধার রাজত্বসময়ে বাঙ্গলায় পুনৰ্ব্বার শাপ্তি স্থাপিত হয় । এই সময়ে বাদসাহ জাহাঙ্গীরের পুত্র সাজাহান বিদ্রোহী হইয় বাঙ্গল অধিকার করেন। বাদসাহ পুত্রকে ক্ষমা করিলে,

  • Stewart,