পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২৩৫ সারাহানের বাঙ্গলা পরিত্যাগের পর তথায় পুনৰ্ব্বার সুবেদার নিযুক্ত হয়। ১৬২৮ খৃষ্টাব্দে বাদসাহ জাহাঙ্গীরের মৃত্যু হইলে সাজাহান দিল্লীর সিংহাসনে অধিরূঢ় হন, এবং কাশীম খাঁ জবানী বাঙ্গলার সুবেদারের পদে নিযুক্ত হইয়া আসেন । এই সময়ে আবার পটুগীজগণ প্রবল হওয়ায় কাশীম খাকে তাহাদের দমনের জন্ত চেষ্টা করিতে হয়। বাঙ্গলায় উপস্থিত হওয়ার কয়েক ৰৎসর পরে কাশীম খাঁ পৰ্টুগীজগণের ব্যবহারে অত্যন্ত বিরক্ত হন। পটুগীজ প্রাধানের তিনি দেখিলেন যে, পৰ্টুগীজগণ হুগলীতে 夺代可计 কুঠী নিৰ্ম্মাণ করিয়া বাণিজ্য করার পরিবর্তে বাঙ্গলার নানা স্থানে আধিপত্য স্থাপনের,এবং হুগলীকে স্বধৃঢ় করার চেষ্টা করিতেছে। তাহাদের আধিপত্যৰিস্তারে সম্রাটের প্রজাগণও অত্যন্ত উত্তাক্ত হইয়া পড়িতেছে, হুগলীর নিকট দিয়া যে সমস্ত নৌকা বা জাহাজ যাতায়াত করে, তাহারা তাহদের শুষ্ক আদায় করিতে ক্রটি করে না । তজ্জন্ত সাম্রাজ্যের প্রাচীন ও প্রসিদ্ধ ৰন্ধর সপ্তগ্রামের যারপরনাই ক্ষতি হইতেছে । এতদ্ভিন্ন দরিদ্র প্রজাগণের পুত্র কন্যাগণকে ৰলপূর্বক বা প্রলোভনের দ্বারা হস্তগত করিয়া ক্রীতদাসরূপে ভারতের অল্পাক্ত স্থানে তাহারা প্রেরণ করিতেছে। এই সমস্ত বিষয়ের তথ্য অবগত হইয়া কাণীয় খ বাদসাহকে পৰ্টুগীজগণের বিষয় লিখিয়া পাঠাইলেন। সাজাহান তাহাদিগকে বাঙ্গল হইতে বিতাড়িত করিतीव्र वांटम* cधनांन करङ्गन । बांझनांटरुद्ध श्राप्ष* eांश्ॐ श्हेब्रl সুবেদার, ১৬৪৩ খৃষ্টাৰে মুখস্থসাবাদ (মুর্শিদাবাদ ) ও হিজলীয় বিদ্রোহী জমীদারগণকে দমন করার প্রয়োজন, এইরূপ প্রচার