পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২৩৭ লায় পৰ্টুগীজগণের বাণিজ্যবিস্তার ও আধিপত্যস্থাপন একেবারে নির্ভূল হইয়া যায়, এবং অন্তান্ত ইউরোপীয়গণ বাণিজ্য করার আদেশ পাইয়া ক্রমে আধিপত্যস্থাপনে সচেষ্ট হন । আমরা নিয়ে তাহাদের বিবরণ প্রদান করিতেছি । প্রাচ্য দেশে পটুগীজগণের বাণিজ্য ও আধিপত্য বিস্তার দেখিয়া অন্তান্ত ইউরোপীয়গণের মনে অন্যান্য ইউরোপীয়গণের উাহাদের পথামুসরণের চেষ্টা বলবতী ভারতবর্ষে আগমন । হইয়া উঠে। প্রথমতঃ ইংরাজ ও পরে ওলন্দাজগণ প্রাচ্যদেশে আগমনের চেষ্টা করেন। ইংরাজের প্রথমে কৃতকাৰ্য্য হইতে না পারায়, ওলন্দাজের সর্বাগ্রে পটুগীজগণের প্রতিদ্বন্দ্বিরূপে প্রাচ্য দেশে আসিয়া উপস্থিত হন । র্তাহারা ভারত মহাসাগরস্থ যব প্রভৃতি দ্বীপপুঞ্জে বাণিজ্যবিস্তার ও আধিপত্যস্থাপন করিয়া পটুগীজগণের ক্ষমতা হ্রাস করিতে আরম্ভ করেন। ক্রমে ভারতবর্ষেও তাহীদের প্রাধান্ত বিস্তৃত হয় । ওলন্দাজদিগের পর ইংরাজের এতদ্দেশে উপস্থিত হন। ইংরাজের অনেক দিন হইতে প্রাচ্যদেশে আগমনের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু প্রথমতঃ কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। ১৫৭৯ খৃষ্টাব্দে টমাস ষ্টীফেন্স নামে একজন ইংরাজ বর্তমান সময়ে সৰ্ব্ব প্রথমে ভারতবর্ষে উপস্থিত হন।* তিনি ভারতবর্ষের সহিত

  • উলিয়াম মামসূবেীর মতে সৰ্ব্বপ্রথমে ৮৮৩ খৃষ্টাব্দে সেরবোরনের সিবেলমস্ পোপের নিকট প্রেরিত হইয়৷ তথা হইতে প্রাচ্য ভারতাভিমুখে ধাত্র করিয়া মাত্রাজের নিকট মলয়পুরস্থ সেন্ট টমাসের সমাধির নিকট উপ

|इड रन, ७ छब्रङवर्ष रइण्ड शेब ब्रश्ब्रङ ७ बनणानि शश्ञां मनि । (Hunter)