পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२88 মুর্শিদাবাদের ইতিহাস । উপস্থিত দেখিতে পাই । যৎকালে সার টমাস রে জাহাঙ্গীরের দরবারে অবস্থিতি করিতেছিলেন সেই সময় তিনি ইংরাজদিগের জন্ত যে সননা লাভ করেন, তাহাতে ইংরাজদিগকে বাঙ্গলায় বাণিজ্য করার আদেশ প্রদত্ত হইয়াছিল। ৫ সেই অনুমতি পত্রের বলে ইংরাজের ১৬২৪ খৃষ্টাব্দে বিহার ও বাঙ্গলায় উপস্থিত হন। তৎকালে ইব্রাহিম খা বাঙ্গলীয় ও আফজল খ বিহারের সুবেদারের পদে প্রতিষ্ঠিত ছিলেন । দুই জন ইংরাজ পাটনায় উপস্থিত হইয়া তথায় বস্থাদি ক্রয় ও একটা বাণিজ্যালয় স্থাপন করেন, কিন্তু স্থলপথে পাটনা হইতে আগরায়, পরে তথা হইতে স্বরাটে দ্রব্যাদি লইয়া যাওয়া বহু বায়ুসাধ্য দেখিয়া পর বৎসর রাঙ্গলায় বাণিজ্য কাৰ্য্য স্থগিত করা হয় । ১৬৩৩ খৃষ্টাব্দে ইংরাজের উড়িষ্যার শাসনকর্তার আদেশে হরিহরপুর ও বালেশ্বরে কুঠী স্থাপন করেন । { সম্রাট সাজাহানের দ্বিতীয় পুত্র সা সুজার বাঙ্গলাশাসনসময়ে ডাক্তার বেটন আগরা হইতে বাঙ্গলার তদানীন্তন রাজধানী রাজমহলে উপস্থিত হইয়া সুজার দরবারে অবস্থিতি করিয়াছিলেন। ১৬৫১ খৃষ্টাব্দে মিষ্টার ব্রিজম্যান ও ষ্টীফেন্স বাঙ্গলায় কতকগুলি কুণ্ঠী স্থাপনের উদ্যোগী হন। বেটন ৰ্তাহাদিগকে রাজমহলে আনয়ন করিয়া সা স্বজার সহিত পরিচয় করিয়া দিলে, ৭ ইংরাজের হুগলীতে কুঠী নিৰ্ম্মী

  • Beveridge's History of India Vol I., P. 166. ነ %

t Wilson's Early Annals of the English in Bengal, Vol 1. ‘. . . १ ७३ जबtग्न cदौछन जी इबांब्र शङ्कयादङ्ग èणहिउ श्निच#* न. ३श DDB BDD DD DD D BBB BB BBD DD DDHD BDD DBBYS