পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । ≤8ጝ খৃঃান্ধে মছলীপত্তন হইতে উড়িষ্যায় ও পরে বাঙ্গলায় উপস্থিত হন, সে সময়ে উড়িষ্য ৰ ৰাঙ্গলায় ইংরাজদিগের কোন কুঠা ছিল না । তাহার পর উড়িষ্যার হরিহরপুর ও বালেশ্বরে ইংরাজদিগের কুঠী সংস্থাপিত হয় । • মুতরাং ১৬৩২ খৃষ্টাৰো কাশীমবাজারে কোন ইউরোপীয় কুঠী থাকিলে তাহা ওলন্দাজদিগের স্থাপিত কুঠী বলিয়াই প্রতীত হইয়া থাকে। ক্ৰেটন সেই সময়ে কাশীমবাজারকে রেশম ও মসলিনের জন্ত বিখ্যাত বলিয়া উল্লেখ করিয়াছেন । ৰাস্তবিক খৃষ্টীয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে কাশীমবাজার রেশম, গজদন্ত ও তুলার ব্যবসায়ের জন্ত বাঙ্গলার মধ্যে অত্যন্ত প্রসিদ্ধি লাভ করিয়াছিল। তন্নিমিত্ত ইউরোপীয়গণ তথায় কুঠা নিৰ্ম্মাণ করিয়া আপনাদিগের ব্যবসায়ের পরিচালন করিতেন । বাঙ্গলার মধ্যে চুচুড়া ওলন্দাজদিগের সর্বপ্রধান স্থান ছিল। কালিকাপুরের কুঠার কার্য্য চুচুড়ার অধীনেই পরিচালিত হইত। মুর্শিদাবাদের নবাবদিগের বিশেষতঃ আলিবর্দি, সিরাজউদ্দৌলা ও মীরজাফরের সময় ওলন্দাজেরা কালিকাপুরে বিশেষরূপ প্রাধান্ত বিস্তার করিয়াছিলেন । সিরাজউদৌলার শাসনকালে মিষ্টার ভিনেট কালিকাপুরের কুঠার অধ্যক্ষ ছিলেন ৰলিয়া উল্লেখ দেখা যায়। কাশীমবাজার হইতে ইংরাজেরা বন্দী-অবস্থায় সিরাজউদৌলার নিকট নীত হইলে মিষ্টার ভিনেট প্রতিভূ হইয় তাহাদিগের মুক্তির ব্যবস্থা করিয়া দেন। ১৭৫৯ খৃষ্টাৰে চুচুড়ার ওলন্দাজেরা ক্লাইবের আদেশে আক্রান্ত হইয়া

  • Wilson's Early Annals of the English in Bengal Vof 1.