পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Չ (t e মুর্শিদাবাদের ইতিহাস । সমাহিত জন কান্ট ভুর্টের সমাধি শেষ সমাধি বলিয়া দৃষ্ট হয়। যে কয়ট সমাধি-স্তম্ভ এক্ষণে বর্তমান আছে, তন্মধ্যে টেমার ক্যান্টর ভিশারের সমাধি-স্তম্ভটা সৰ্ব্বোচ্চ। ভিশার ১৭৭৮ খৃষ্টাব্দে সমাহিত হইয়াছিলেন। বর্তমান সময়ে সমাধি-স্থানটা গবর্ণমেণ্টের পূর্ব বিভাগের তত্ত্বাবধানে আছে। স্থানটীর চতুদিক্ প্রাচীরবেষ্টিত। দক্ষিণ দিকের প্রাচীরের মধ্যস্থলে প্রবেশদ্বার। প্রবেশ-দ্বার হইতে একটা পরিচ্ছন্ন পথ সমাধিক্ষেত্রের অভ্যন্তরে গিয়াছে। পথের দুই পার্শ্বে জবা, করবী, কুন, কলিকা প্রভৃতি বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হইয়া সমাধি-স্থানের শোভা বৰ্দ্ধন করিতেছে। প্রবেশ-দ্বারের দক্ষিণে মালীদের থাকিবার জন্ত একথানি সুন্দর চালা ঘর । সমাধি-স্তম্ভগুলি মুসংস্কৃত অবস্থায় এক্ষণে বিদ্যমান আছে । সমাধি-স্থানের দক্ষিণে রাজপথ। অপর তিন পাশ্বের ভূমি কষিত হইয়া শস্তোৎপাদন করিয়া থাকে। সমাধিস্থানের পূর্ব দিকে একটী ক্ষুদ্র পুষ্করিণী ও তাহাতে একটা বাধা ঘাট দৃষ্ট হর । উক্ত পুষ্করিণী ও ঘাটটকে আধুনিক বলিয়াই প্রতীতি হইয়া থাকে। এই সমাধিস্থান ব্যতীত বর্তমান সময়ে কালিকাপুরে ওলন্দাজদিগের আর কোনই চিহ্ন নাই । টফেনথেলারের উল্লিখিত বহু ও স্ববৃহৎ ওলনাজ অট্টালিকা, এবং কুঠী, গির্জা, মঠ বা দুর্গের কিছু মাত্র নিদর্শন পাওয়া शांग्नि नl । ওলন্দাজদিগের পরে ইংরাজের মুর্শিদাবাদ প্রদেশে বাণিকাশমবাজারে জ্যার্থে উপস্থিত হইয়া কাশীমবাজারে আপনF ইংরাজগণ । দিগের কুঠী নিৰ্ম্মাণ করেন। বাজলার প্রসিদ্ধ ৰম্বর সপ্তগ্রামের ধ্বংসের পর ও কলিকাতার অভু্যদয়ের পুরে