পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫২ মুর্শিদাবাদের ইতিহাস । নৌকার সাহায্য লইতে বাধ্য হন । * বৎসরের কোন কোন সময়ে ভাগীরথীর প্রবাহ সঙ্কীর্ণ থাকিলেও তৎকালে তাহার তীরস্থ বাণিজ্যপ্রধান স্থানসমূহের তাদৃশ ক্ষতি হইত না । কিন্তু এক্ষণে ভাগীরথী রুদ্ধপ্রবাহ হওয়ায় মুর্শিদাবাদ প্রদেশের সকল বিষয়েই মহান অনর্থ ঘটিতেছে। মুর্শিদাবাদ প্রদেশের মধ্যে কাশীমবাজারকে বাণিজ্যোপযোগী স্থান বিবেচনা করিয়া ইংরাজেরা কাশীমবাজারে কুঠী নিৰ্ম্মাণ করিয়া অবস্থিতি করেন, এবং ইহার নিকটস্থ অন্তান্ত স্থানেও বিভিন্নদেশীয় বণিকৃগণেরও কুঠী স্থাপিত হয়। ১৬৫১ খৃষ্টাব্দে হুগলীতে ৰাঙ্গলার প্রথম ইংরাজ কুঠী স্থাপিত হওয়ার পরে আমরা কাশীমবাজারের সহিত ইংরাজদিগের সম্বন্ধ দেখিতে পাই । সেই সময়ে কাশীমবাজারে হুগলীর অধীনে একটি এজেন্সী বা বাণিজ্যালয় স্থাপিত হইয়াছিল। যে ষ্টীফেন্স মিষ্টার ব্রিজম্যানের সহিত বাঙ্গলায় উপস্থিত হইয়া হুগলী কুঠার স্থাপনা করিয়াছিলেন, তিনি অবশেষে ঋণ জালে জড়িত হইয়৷ ১৬৫৪ খৃষ্টাব্দে কাশীমবাজারে প্রাণত্যাগ করেন + ৷ ১৬৫৮ খৃষ্টাব্দের পূৰ্ব্বে কাশীমবাজারে কুঠীস্থাপনের কোন প্রমাণ পাওয়া যার না। ঐ বৎসরে মিষ্টার জন কেন ৪• পাউণ্ড বেতনে কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ ও কলিকাতার প্রতিষ্ঠাতা স্বপ্রসিদ্ধ জব চাৰ্ণক ২০ পাউণ্ড বেতনে তাহার সহকারী নিযুক্ত হন। হণ্টার ১৬৫৮ খৃষ্টাব্দ হইতেই কাশীমবাজারে প্রথম ইংরাজ কুঠী স্থাপিত হয় বলিয়া উল্লেখ করিয়াছেন ।

  • Holwell's India Tracts. -

t Wilson's Early Annals of the English in Benga, Vol. H. P. 28. -

  1. Wilson's Annals Vol 1.