পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২৫৩ মার্শম্যান সাহেবের মতে ১৬৬৩ খৃষ্টাকে কাশীমবাজারে কুঠী স্থাপিত হইয়াছিল, এবং মিষ্টার মার্শেল তাহার বন্দোবস্তের জন্ত নিযুক্ত হন। মার্শেল এতদেশীয় ভাষা শিক্ষা করিয়াছিলেন, ও ১৬৭৪ খৃষ্টাব্যে শ্ৰীমদ্ভাগবতের কতকাংশ সংস্কৃত হইতে ইংরাজীতে অমুবাদ করেন, এবং সম্ভবতঃ ইংরাজদিগের মধ্যেই তিনি সংস্কৃত ভাষায় সৰ্ব্বপ্রথমে বুৎপত্তি লাভে সক্ষম হন । * কিন্তু ১৬৬৩ খৃষ্টান্ধের পূৰ্ব্বে কাশীমবাজার কুঠার উল্লেখ দৃষ্ট হইয়া থাকে। মার্শেল কখনও কাশীমবাজার কুঠার বন্দোবস্তের জন্ত নিযুক্ত হইয়াছিলেন কি না, জানা যায় না ; তবে তিনি যে সেই সময়ে কাশীমবাজারে থাকিয়া দেশীয় ও সংস্কৃত ভাষা শিক্ষা করিয়াছিলেন, তাহাই অবগত হওয়া যায় । । কাশীমবাজারে কুঠ স্থাপন করিয়া, ইংরাজের নানাপ্রকার দ্রব্যের বাণিজ্যে প্রবৃত্ত হন । সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে রেশম, তুলা, নানাপ্রকার রেশমী বস্ত্র, মসলিন ও গজদন্তনিৰ্ম্মিত দ্রব্যের ব্যবসায়ের জন্ত এসিয়া ও ইউরোপে কাশীমবাজারের নাম বিস্তৃত হইয়া পড়ে, এবং অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে ইহার নিকটস্থ মুর্শিদাবাদে বাঙ্গলার রাজধানী স্থাপিত হইলে বাণিজ্যবিষয়ে কাশীমবাজারের গৌরব দ্বিগুণতর বৰ্দ্ধিত হয়। ১৬৭৬ খৃষ্টাধে মিষ্টার ভিনসেন্ট কাশীমৰাজীৱ কুঠীর অধ্যক্ষ ছিলেন । তৎকালে বাঙ্গলার কুঠীসমূহে নানাপ্রকার গোলযোগ উপস্থিত হওয়ার তাহাদের ম্বন্দোবস্তের জন্ত ষ্ট্রেনগু্যাম মাষ্টার নিযুক্ত হন । কাশীমবাজার

  • Marshman's Bengal, P. 59. # Wilson's Annals Vol. J. P. 375.