পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૬:8 মুর্শিদাবাদের ইতিহাস । কুঠীর গোলযোগনিবারণের জন্ত ১৬৭৬ খৃষ্টাব্দের সেপ্টেম্বর মাসে মাষ্টারকে কাশীমবাজার অসিতে হয়। তৎকালে কাশীম. বাজার রেশমের ব্যবসায়ের জন্ত বাঙ্গলার মধ্যে ইংরাজদিগের সৰ্ব্বপ্রধান স্থান ও হুগলীর সমকক্ষ ছিল । এক ক্রোশ দীর্ঘ সহরের মধ্যে রাজপথ এরূপ সংকীর্ণ ছিল যে, স্থানে স্থানে দোকানের জন্ত একখানি পান্ধীও যাতায়াত করিতে পারিত না । তৎকালে সহরের অধিকাংশ গৃহই কঁাচ ছিল। তাহার চারিপাশ্বের জমী উৰ্ব্বর হওয়ায়, অধিক পরিমাণে তুত গাছের চাষ হইত। ঐ সমস্ত গাছের পাতা পলু বা রেশমকীটের আহারে লাগিত । কাশীমবাজারের রেশম পীতবর্ণ হইলেও তাহার অধিবাসীরা কদলীত্বকের ক্ষার দ্বারা তাহাকে প্যালেষ্টাইনের রেশমের মত শ্বেতবর্ণ করিত । * ১৬৮৪ খৃষ্টাব্দে জব চার্ণক কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ নিযুক্ত হন। সেই সময়ে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী বাঙ্গলায় ধন প্রয়োগের জন্য যে ২ লক্ষ ৩০ হাজার পাউণ্ড বা ২৩ লক্ষ টাকা প্রেরণ করেন, তন্মধ্যে ১ লক্ষ ৪০ হাজার পাউণ্ড বা ১৪ লক্ষ টাকা কেবল কাশীমবাজারের জন্ত নির্দিষ্ট হইয়াছিল। । সুতরাং বাঙ্গলার মধ্যে তৎকালে কাশীমবাজার কিরূপ প্রসিদ্ধ হইয়া উঠিয়াছিল, ইহা হইতে তাহা স্পষ্ট বুঝা যায়। ১৬৮৪ খৃষ্টাব্দে মাত্রাজের ইংরজি প্রেসিডেন্ট উইলিয়ম গিফোর্ড কাশীমবাজারে উপস্থিত হইয়াছিলেন। ইংরাজদিগের ব্যবহারে, এবং ১৬৮৫ খৃষ্টাৰে

  • Wilson's Annals Vol. I. P. 55. t Hunter's Statistical Account of Murshidabad P. 88.