পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a2や মুর্শিদাবাদের ইতিহাস । কাশীমবাজার কুঠার পুনর্বন্দোবস্তের আদেশলাভ করেন। • ক্রমে মুর্শিদাবাদ প্রদেশে ইংরাজদিগের অত্যন্ত প্রভুত্ব বিস্তৃত হয়। তজ্জন্ত মুর্শিদাবাদের নবাবের সময়ে সময়ে কাশীমবাজার কুঠীর ইংরাজদিগকে দমন করার চেষ্টা করিতেন। ইংরাজ ও অন্যান্য ইউরোপীয় বণিক্‌ ব্যতীত এলিয়া ও ভারতবর্ষের নানা স্থানের ব্যবসায়িগণ কাশীমবাজারে বাস করিতে আরম্ভ করেন । তন্মধ্যে জৈনগণই সৰ্ব্বপ্রধান । ১৭৪২-৪৩ খৃষ্টাব্দে নবাব আলিবদি র্থার শাসনসময়ে সার ফ্রান্সিস রসেল কাণীমবাজার কুঠার অধ্যক্ষ ছিলেন । সেই সময়ে হলওয়েল সাহেব কাশীমবাজারে উপস্থিত হইয়া একটী সতীদাহ দর্শন করিয়াছিলেন । । ১৬৪৮ খৃঃ অব্দে মিষ্টার আয়ার কাশীমবাজার কুঠীর অধ্যক্ষতা করিতেন । নানাপ্রকার বিপ্লবের, বিশেষত: ৰগীর হাঙ্গামার জন্ত ইংরাজদিগকে কাশীমবাজার কুঠী সুদৃঢ় করিতে হয়। মুর্শিদাবাদে রাজধানী স্থাপনের পর কাশীমবাজার কুঠীর অধ্যক্ষের নবাবদরবারে ইংরাজদিগের রাজনৈতিক প্রতিনিধিস্বরূপে কাৰ্য্য করিতেন । তৎকালে র্তাহার বাণিজ্যিক ও রাজনৈতিক উভরবিধ রেসিডেণ্ট নামেই অভিহিত হইতেন ও র্তাহাদের আবাসস্থানকে রেসিডেন্সী বলিত । সিরাজউদ্দৌলার সিংহাসনারোহণের অব্যবহিত পরেই ইংরাজদিগের সহিত বিবাদারম্ভ হইলে, সৰ্ব্বপ্রথমে কাশীমবাজার কুঠাঁই তাহার সৈন্য কর্তৃক আক্রান্ত হয় । সেই সময়ে মিষ্টার ওয়াটুল কাশীমবাজার কুঠার অধ্যক্ষ বা রেসিডেন্ট ছিলেন, এবং ওস্বারেল • Wilson's Annals vol. ii. 1 Beveridge's History of india Vol. II.