পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা । - s জাহান্দর যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করায় তাহার সমস্ত চেষ্টা ব্যর্থ হইয়া যায়। জাহান্দর দিল্লীতে উপস্থিত হইলে জুল ফকরের পিতা আসদ খাঁ কর্তৃক ধৃত ও কারারুদ্ধ হন। জুল ফকর দাক্ষিণাত্যে পলায়নের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তাহাকেও তাঁহার প্রভুর সহিত ফরখ, সেরের আদেশে মৃত্যুমুখে নিপতিত হয় । এইরূপে সমস্ত নিষ্কণ্টক করিয়া ১৭১৩ খৃষ্টাৰে ফর সের দিল্লীর সিংহাসনে আরোহণ করেন। সৈয়দ হোসেন শীর পদ এবং সৈয়দ আবদুল্ল উজীরের পদ প্রাপ্ত হন। তুর্থনীমোগল্পগণের অধিপতি চীনকুলিজ খাঁ আরঙ্গজেবের দৰ্ময় ಛಿ। স্বীয় ক্ষমতা প্রদর্শন করিয়াছিলেন। জু{ফকরের সহিত র্তাহার তাদৃশ সদ্ভাব ছিল না, তিনি দক্ষিণাত্যের স্ববেদারী প্রাপ্ত হইয়া নিজাম-উল-মুল্ক উপাধি লাভ করেন। এই নিজাম-উলমুন্ধই হায়দারাবাদের নিজামবংশের আদিপুরুষ । ফরখ, সেরের রাজত্বসময়ে মাড়বারের অজিত সিংহ বিদ্রোহী হইলে হোসেন খ কর্তৃক পরাজিত হইয়া বগুত স্বীকার করিতে বাধ্য হন। এই অজিত সিংহের কস্তার সহিত অবশেষে সম্রাট ক্ষরখ, সেরের পরিণয়ব্যাপার সংসাধিত হয়। দিন দিন সৈয়দগণের ক্ষমতা বন্ধিত হওয়ায়, ও সম্রাট ফরখ, সেরের উপর অযথা আধিপত্য বিস্তার করার চেষ্টা করায় সম্রাট তাহাদের হস্ত হইতে নিস্কৃতিলাভের জন্তু ব্যস্ত হইয়া পড়েন। সৈয়দেরাও যে বাদসাহের মনোভাব বুঝিতে পারেন নাই, এমন নহে। এই সময়ে সৈয়দ হোসেন:থ দক্ষিণাত্যে রাজপ্রতিনিধিস্বরূপে গমন করেন । বাদসাহ তাহাকে গোপনে হত্য করার জন্ত গুজরাটের শাসনকৰ্ত্তার উপর আদেশ দেন, কিন্তু উক্ত শাসনকৰ্ত্ত কৃতকাৰ্য্য হইতে পারে নাই। এই R .