পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২৬৩ খৃষ্টাব্দের আগষ্ট মাসে কোম্পানীর ফ্যাক্টর বা প্রতিনিধি জোফেফ, বরডিউ এইখানে সমাহিত হন । এই সমাধিস্থানে মিষ্টার লায়ন প্রেজার নামে একজন হীরক ব্যবসায়ী ও ইষ্টইণ্ডিয়া কোম্পানীর নীল ও ঔষধাদির পরীক্ষকের সমাধি দৃষ্ট হয়। প্রেজার ১৭৯৩ খৃষ্টাব্দের মে মাসে কাশীমবাজারের কৃষ্ঠাতে প্রাণত্যাগ করেন । ইহার সমাধিই শেষ সমাধি। রেসিডেন্সী বিক্রয়ের সময় দুইখানি সমাধি-ফলক এখান হইতে বহরমপুরের বাবুলবোনাব কুঠাতে স্থানান্তরিত করা হইয়াছিল। তন্মধ্যে একখানি মালদহের অধ্যক্ষ ও পরে কলিকাতা কাউন্সিলের মেম্বর জর্জ গ্রের স্ত্রীর ও দ্বিতীয়খানি মেরী চার্লস এডাম্সের ও র্তাহার বালক বালিকাগণের সমাধি-ফলক । গ্রের পত্নী ১৭৩৭ খৃষ্টাব্দে ও এডাম্সের পত্নী ১৭৪১ খৃষ্টাব্দে সমাহিত হন। এই দুইটী সমাধি রেসিডেন্সীসংলগ্ন সমস্ত সমাধির মধ্যে সৰ্ব্বাপেক্ষা প্রাচীন বলিয়াই বোধ হইতেছে। প্রবেশ-দ্বার হইতে হেষ্টিংসপত্নীর সমাধি পৰ্য্যন্ত যে পথট গিয়াছে তাহার দুই পাশ্বে, কাঞ্চন, কৃষ্ণচুড়া প্রভৃতি পুষ্পবৃক্ষ। প্রদেশ-দ্বারের দক্ষিণ পাশ্বে মালীদিগের ঘর। সমাধি-স্থানের সম্মুখেই কাটিগঙ্গায় যাইবারপথ, ইতার বাগান ও সমাধি-স্থানকে এই পথটী বিভক্ত করিতেছে । এই পথের ধারে ও সমাধি স্থানের নিকটেই একটা প্রাচীন কূপ ইষ্ট হয়। যে স্থানে কোম্পানীর বানক বা রেশমকুঠী ছিল, তাহাও কাশীমবাজার রাজবংশ কর্তৃক ক্রীত হইয়া একটা বাগানে পরিণত হইয়াছে, তাহার নাম বানকের বাগান। বাগানে প্রাচীন কালের দুইটা কুপের ও প্রবেশ দ্বারের বাম দিকে ঘইট প্রাচীন প্রকোষ্ঠের অস্তিত্ব আজিও বিদ্যমান আছে ।