পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৬ | মুর্শিদাবাদের ইতিহাস । মন্দির কাশীমবাজারের একটি দর্শনীয় পদার্থ। কাশীমবাজার হইতে অৰ্দ্ধ ক্রোশ দক্ষিণে কৃষ্ণেন্দ্র হোতার স্থাপিত বিষ্ণুপুরের কালীমন্দিরে পুজোপলক্ষে নানাবিধ লোকের সমাগম হইয়৷ থাকে। উক্ত মন্দির পলাশীর যুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়। এইরূপ দুই একটী সামান্ত প্রাচীন চিহ্ন ও কাশীমবাজার রাজবংশের সুবিস্তৃত ভবন ব্যতীত অরণ্যসম কাশীমবাজারে প্রাচীন গৌরবের কোনই নিদর্শন দেখা যায় না। বর্তমান সময়ে নিৰ্ম্মিত রাজা আশুতোষনাথের বাটাও কাশীমবাজারে দর্শনীয় পদার্থের মধ্যে উল্লেখযোগ্য। ইউরোপীয়গণের দ্যায় এসিয়ার কোন কোন স্থানের বণিকৃগণও সৈয়দাবাদ-শ্বেতত্ত্বর ভারতে বাণিজ্যার্থে সমাগত হইয়া ইউরোপীয়বাজারে আর্ষেণীয়গণ গণের সহিত প্রতিদ্বন্দ্বিতীয় প্রবৃত্ত হইয়ছিলেন । র্তাহাদের মধ্যে আৰ্ম্মেণীয়গণই সৰ্ব্বপ্রধান। কেবল বাণিজ্যবিষয়ে নহে, বাঙ্গলায় অনেক রাজনৈতিক ব্যাপারে যোগদান করিয়া আৰ্ম্মেণীয়গণ এতদ্দেশে প্রসিদ্ধ হইয়াছিলেন। ১৬৪৫ খৃষ্টাব্দে আৰ্ম্মেণীয়গণ দিনেমারদিগের সহিত মিলিত হইয়৷ কিছু কাল একযোগে বাণিজ্যকাৰ্য্য পরিচালন করিয়াছিলেন । ইহার প্রায় বিশ বৎসর পরে ১৬৬৫ খৃষ্টারে আৰ্ম্মেণীয়গণ মুর্শিদাবাদ প্রদেশে বাণিজ্যার্থে উপস্থিত হন। তাহার রোমান ক্যাথলিক খৃষ্টান হওয়ায় একটী গির্জা নিৰ্ম্মাণের ইচ্ছায় বাদসহ আরঙ্গজেবের নিকট প্রার্থনা করিয়া সৈয়দী বাদে এক খণ্ড ভূমির সনদ লাভ করেন, এবং তথায় একটা ক্ষুদ্র গির্জাও নিৰ্ম্মিত হয়। উক্ত গির্জা এতদ্দেশের প্রথম

  • Calcutta Review, January, 1894.