পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৮ মুর্শিদাবাদের ইতিহাস। শ্বেতাখার বাজারের বৃহত্তর গির্জা মধ্যে ভগ্নস্তুপে পরিণত আঞ্জেলীর গিঞ্জর হওয়ার উপক্রম করিয়াছিল। কয়েক বৎবর্তমান অবস্থা সর হইল স্বসংস্কৃত হইয়া যত্নে পরিরক্ষিভ হইতেছে। কলিকাতাবাসী আৰ্ম্মেণীয়গণ ইহার সংস্কার করিয়া দিয়াছেন, ও ইহার তত্ত্বাবধানে একজন আৰ্ম্মেণীয়কেও নিযুক্ত করা হইয়াছে। ১৮৫৭ খৃষ্টাব্দে কাপ্তেন গ্যাষ্ট্রেল ইহার স্বরক্ষিত অবস্থার কথা উল্লেখ করিয়াছেন। তখন একজন আৰ্ম্মেণীয় পুরোহিত গির্জায় বাস করিতেন, তথার তাহার স্বতন্ত্র আবাস স্থানও ছিল এবং প্রতি পঞ্চম বর্ষে পুরোহিতের পরিবর্তন হইত , উক্ত পুরোহিতগণ আৰ্ম্মেণীয়া হইতে আগমন করিতেন। • কিন্তু মধ্যে ইহার যেরূপ অবস্থা হইয়াছিল, তাহাতে ইহাকে অচিরে একটা ভগ্নস্তুপে পরিণত হইতে হইত। যাহা হউক, কলিকাতার আৰ্ম্মেণীয়গণের যত্নে এক্ষণে গির্জাট সুন্দররপে ংস্কৃত হইয়াছে। গির্জাট উচ্চে সাৰ্দ্ধ ২৮, দৈর্ঘ্যে ৭০ ও প্রন্থে ৩৬ ফুট। গির্জার দালানের পুৰ্ব্ব, দক্ষিণ ও পশ্চিম তিন দিকে বিস্তৃত বারাও ও উত্তরে একটী চাতাল ; গির্জার দালানের প্রবেশদ্বার দক্ষিণ মুখে, কিন্তু গির্জা-বাটীর প্রবেশদ্বার উত্তর মুখে অবস্থিত। ঐ সমস্ত বারাও, চাতাল ও তাহাদের নিম্নস্থ কোন কোন স্থান সমাধিতে পরিপূর্ণ, ঐ সকল সমাধির উপর প্রস্তর ফলক সন্নিবেশিত আছে । তাহার অধিকাংশই আৰ্ম্মেণীয় ভাষায় লিখিত । দুই এক খানিতে ইংরাজী ভাষাও দৃষ্ট হয়। ঐ সমস্ত সমাধির মধ্যে এস, এম, ভারডনের সমাধিটাই শেং সমাধি। ভারডন ১৮৫৮ খৃষ্টাব্দে সমাহিত হন। তিনি গির্জার

  • Gastrell's Statistical Account of Murshidabad.