পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। :ጫ » করিয়া তাহার যথেষ্ট সাহায্য করিয়াছিলেন। * ইংরাজগণ কর্তৃক চন্দননগর আক্রমণের পর অনেকগুলি ফরাসী তথা হইতে সৈয়দাবাদে আগমন করেন। ক্রমে বাণিজ্যবিষয়ে ও রাজনৈতিক ব্যাপারে ইংরাজদিগের সহিত প্রতিযোগিতায় ফরাসীর হীনবল হইয় পড়েন । ১৭৭৮ খৃষ্টাব্দে গ্রেট ব্রিটন ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ উপস্থিত হইলে গবৰ্ণর জেনারাল ওয়ারেণ হেষ্টিংসের আদেশে মুর্শিদাবাদের প্রভিন্সিয়াল কাউন্সিল সৈয়দ বাদের ফরাসী কুঠী অধিকারের জন্য যত্নবান হন, এবং উক্ত কাউন্সিলের আদেশে বহরমপুরের ইংরাজ সৈন্তের অধ্যক্ষ কর্ণেল জেম্স মর্গান ও র্তাহার সহকারী কাপ্তেন কিলপ্যাট্রিক ১৭৭৮ খৃষ্টাব্দের জুলাই মাসে সৈয়দাবাদ ফরাসডাঙ্গার ফরাসী কুষ্ঠা অধিকার করেন। সেই সময়ে মিষ্টার চিলি সৈয়দাবাদ কুণ্ঠীর অধ্যক্ষ ছিলেন। আরও কতিপয় ফরাসী তৎকালে সৈয়দাবাদে বাস করিতেন। তাহার পর হইতে সৈয়দাবাদে ফরাসীদিগের সমস্ত চিহ্ন বিলুপ্ত হইতে আরব্ধ হয় । ১৮২৯ খৃষ্টাবে বহরমপুর হইতে লালবাগ পৰ্য্যন্ত নদীতীরস্থ রাজপথনিৰ্ম্মাণের জন্ত ফরাসী কুঠীকে ভূমিসাৎ করা হইয়াছিল। ১৮৪৬ খৃষ্টাবে লং সাহেব ফরাসী কুঠীর ভগ্ন প্রাচীর ও পতাকা স্থাপনের একটা প্রাচীন স্তম্ভ দর্শন করিয়াছিলেন । { বর্তমান সময়ে তাহার কোনই চিহ্ন নাই। প্রাচীন প্রাচীরের যৎসামান্ত ভগ্নাবশেষ বহুকাল ধরিয়া ভাগীরথীর সহিত যুদ্ধ করিয়া এক্ষণে

  • Holwell's India Tracts. * Long's Banks of the Bhagirathi.