পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । আনন্দ জ্ঞাপন করিয়া চতুর্দিক কম্পিত করিয়া তুলেন। ১ কিন্তু সে নিশান-পত্ৰও ইংরাজ ও বাদসাহের কৰ্ম্মচারীদিগের মধ্যে গোলযোগের শান্তি করিতে পারে নাই। নিশান-পত্রের লিখন কিছু দ্ব্যর্থবোধক হওয়ায় আবার নুতন গোলযোগের স্বত্রপাত হয় । ইংরাজের নিশান-পত্রের এইরূপ অর্থ করিয়াছিলেন বে, সুরাটে কেবল ইংরাজদিগকে শুল্ক ও জিজিয়া করের + জন্ত শতকরা সাড়ে তিন টাকা প্রদান করিতে হইবে, কিন্তু অন্যত্র তাহার বিনা শুন্ধে বাণিজ্য করিতে পারিবেন। বাদসাহের কৰ্ম্মচারীরা, সকল স্থানেই শুল্ক ও জিজিয়া করের জন্ত শতকর সাড়ে তিন টাকা দিতে হইবে, এই অর্থ করিয়া বাঙ্গলার ইংরাজদিগের সহিত গোলযোগ আরম্ভ করেন । সেই জন্ত সায়েস্তা খাঁ দ্বিতীয় বার বাঙ্গলার সুবেদার নিযুক্ত হইয়া আসিয়াই ইংরাজদিগের নিকট হইতে জিজিয়া করের দাবী করিয়া বসেন। ; এই সময়ে বাঙ্গলায় বাণিজ্যকার্য্যের উত্তরোত্তর শ্ৰীবৃদ্ধি হই তেছে দেখিয়া কোম্পানীর ডিরেক্টর বা অধ্যক্ষগণ বাঙ্গলাকে স্বতন্ত্র বাণিজ্যবিভাগ করার জন্ত ইচ্ছুক হন। তৎপূৰ্ব্বে বাঙ্গলার কুঠীসমূহ মান্দ্রাজের অধ্যক্ষের অধীন ছিল। ১৬৮২ খৃষ্টাব্দ ইহঁতে বাঙ্গালা ইংরাজদিগের স্বতন্ত্র বাণিজ্যবিভাগ হয়, এবং নিষ্টার উইলিয়ম হেজেস ইহার প্রথম গবর্ণর বা স্বাধীন অধ্যক্ষ নিযুক্ত হইয়া হুগলীতে আপনার আবাসস্থান স্থাপন করেন। তাহার শরীর রক্ষার জন্য ২০জন ইউরোপীয় সৈন্ত মান্দ্রাজ হইতে Stewart, P. I95. জিজিয়1=মাথা গুণিয় করগ্রহণ। Wilson's Annals Vol. I.