পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հb"o মুর্শিদাবাদের ইতিহাস । ভীত হইয়া নগর মধ্যে আবদ্ধ হইয়া থাকিতে বাধ্য হন। বিলেহীরা কিছু দিন পর্য্যন্ত নগর অবরোধ করিয়া অবস্থিতি করে। এই সময়ে সেই কারারুদ্ধ স্বজাপুত্র মুক্তিলাভ করিয়া বিদ্রোহিগণের সহিত যোগ দেয় । কিন্তু অল্প দিন পরে বারাণসী ও ঢাকা হইতে মোগল-সৈন্য আসিয়া উপস্থিত হওয়ার বিদ্রোহীরা পলায়ন করিতে বাধ্য হয়। এই গোলযোগের সময় পাটনা হইতে ৫৬ ক্রোশ দূরে সিঙ্গির ইংরাজ কুঠার অধ্যক্ষ পীকক সাহেবকে অবাধে সোরার বাণিজ্য পরিচালন করিতে দেখিয়া, বিদ্রোহীদিগের সহিত র্তাহার যোগ ছিল সন্দেহ করিয়া, নবাব সৈফ খাঁ তাহদিগের সোরাক্রয়ের নিষেধাজ্ঞা প্রদান ও পীকককে শৃঙ্খলাবদ্ধ করেন। তাহার পর অনেক কষ্টে পীকক মুক্তি লাভ করিতে সক্ষম হন । বিহারের ন্যায় বাঙ্গলায়ও কোন কোন ইংরাজ কৰ্ম্মচারীর প্রতি কঠোর শাসন প্রবৰ্ত্তিত করার জন্য নবাব সায়েস্তা খাঁ সচেষ্ট হন। র্তাহীদের মধ্যে কাশীমবাজার কুঠার অধ্যক্ষ জব চাণকের নামই উল্লেখযোগ্য। জব চার্ণক ১৬৫৫ বা ৫৬ খৃষ্টাব্দে ভারতবর্ষে আগমন করিয়া ৫৮ খৃষ্টাব্দে কাশীমবাজার কুঠার সহকারী অধ্যক্ষের পদে নিযুক্ত হন। পরে তথা হইতে পাটন কুঠার অধ্যক্ষের পদ লাভ করেন, এবং ১৬৮০ খৃষ্টাঙ্গে পুনৰ্ব্বার কাশীমবাজার কুঠার প্রধান অধ্যক্ষের পদে নিযুক্ত হইয় আসেন। তিনি ১৬৭৮৭৯ খৃষ্টাব্দে জনৈক হিন্দু বিধবাবে সহমরণ হইতে রক্ষা করিয়া পত্নীরূপে গ্রহণ করিয়াছিলেন। তাহার গর্ভে চার্ণকের অনেকগুলি পুত্রকন্ত জন্মে। কাশীম বাজার অবস্থান কালে ১৬৮৫ খৃষ্টাব্দে মোগলদিগের সহিত তাহার গোলযোগ উপস্থিত হয়। কাশীমবাজারের দেশীয় ব্যব: