পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> २ মুর্শিদাবাদের ইতিহাস। আমীন, খ ও সম্রাট নিজে তাহার পক্ষ সমর্থন করিয়াছিলেন । হোসেন খ সম্রাটকে লইয়া দাক্ষিণাত্যাভিমুখে যাত্র করেন, আমীন খা, সাদৎ খ এবং হায়দর র্থ প্রভৃতি র্তাহাদের অনুগামী হন। ইহাদিগের ষড়যন্ত্রে অবশেষে হায়দরকর্তৃক হোসেন খার হত্যাকাও সম্পাদিত হয়। আবদুল্লা এই সংবাদ পাইয় মোগলবংশের অপর এক জনকে সমাট বলিয়া ঘোষণা করিয়া মহম্মদ সাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, এবং সাহাপুর নামক স্থানে পরাজিত ও ধৃত হন । মহম্মদ সাহের রাজত্বসময়ে মাড়বারের অজিত সিংহ বিদ্রোহী হইয় উঠেন, এবং আফগানের অস্ত্র ধারণ করিয়া পেশওয়ারের শাসনকৰ্ত্তার পুত্রকে বন্দী করে। এই সমস্ত বিশৃঙ্খল উপস্থিত হওয়ায় নিজামকে উজীরের পদ প্রদান করার জন্ত দাক্ষিণাত্য হইতে আহবান করা হয়। নিজাম সম্রাটকে অত্যন্ত বিলাসঞ্জিয় দেখিয়া বাদসাহের অনিচ্ছাসত্ত্বেও গুজরাটের শাসনকর্তৃত্বলাভের ইচ্ছায় দিল্লী হইতে প্রস্থান করেন, এবং মালব ও গুজরাট অধিকার করিয়া বসেন। সম্রাট নিজামের প্রতি অসন্তুষ্ট হইয় তাহাকে পদচ্যুত করিয়া তাহার হস্ত হইতে শালব ও গুজরাট বিচ্ছিন্ন করিয়া লন, এবং নিজামকে হত্য *" জন্ত হায়দারাবাদের শাসনকর্তার প্রতি আদেশ প্রদান **ণ । নিজামের পরামর্শক্রমে বাজীরাওয়ের অধীনস্থ মহাদিগণ সম্পাটের কৰ্ম্মচারীদিগকে পরাজিত করিয়া ১৭৩২ খৃষ্টাৰে মগিব ও গুজরাট অধিকার করে, এবং তাহাতেও সন্তুষ্ট না হইয়া তবার সাগর ও এলাহাবাদ পর্য্যন্ত ধাবিত হয়, ও ঐ সকল প্রদেশে লুটপাট করি৬ে জানত করে, কিন্তু পরিশেষে ১৭৩৫ খ্ৰীষ্টীজে অযোধ্যার নবাব সংদং খ কৰ্ত্তক সম্পর্ণরূপে পরাজিত