পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

abrゲ মুর্শিদাবাদের ইতিহাস । সপ্তদশ শতাব্দীর পূর্ব হইতে কলিকাতার উল্লেখ দেখা যায় । খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে কবি বিপ্রদাসের লিখিত মনসার ভাসানে চিৎপুর, কলিকাতা, ও কালীঘাটের নাম দৃষ্ট হইয়া থাকে । * তদ্ব্যতীত গঙ্গার পশ্চিম তীরস্থ শিবপুরের সন্নিহিত বেতড়েরও উল্লেখ দেখা যায়। এই বেতড় পটুগীজগণের কালীঘাটে প্রতিষ্ঠিত কালিকাদেবীর নামানুসারে কলিকাতার নামোৎপত্তি হইয়াছে । আবার কেহ কেহ “কিলকিলা” নাম হইতে কলকলা পরে কলিকাতা হইয়াছে বলিয়া অনুমান করেন । প্রথমতঃ বিষ্ণুপুরাণে কৈলকিল৷ নামের উল্লেখ দেখা যায়। রাজা প্রতাপাদিত্যের সমসাময়িক কবিরাম প্রণীত দিগ্বিজয়প্রকাশে কিলকিলা প্রদেশ ও গ্রামের উল্লেখ আছে । রাজ রাধাকান্ত দেব বাহাদুর তাহার রচিত একখানি পদাবলীতে কলিকাতার স্থলে কিলকিল লিখিয়া ছেন । ওলন্দাজ ভৌগলিকগণ কলিকাতাকে কলকল৷ বলিয়। উল্লেখ করিয়াছেন । এইরূপ কলিকাতার নামোৎপত্তি সম্বন্ধে বহু মত প্রচলিত আছে । কিন্তু কিরূপে কলিকাতা নামের উৎপত্তি হইয়াছে,তাহ নির্ণয় করিতে আমরা অক্ষম। এইরূপ গোবিন্দপুর ও স্বতনটি নামের উৎপত্তি সম্বন্ধেও ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে । কেহ কেহ বলেন, কলিকাতার কাল মেয়র গোবিন্দরাম মিত্রের নামানুসারে গোবিন্দপুর নামের উৎপত্তি হইয়াছে। গোবিন্দরাম খৃষ্টীয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর লোক, কিন্তু তাহার পূর্ব হষ্টতে গোবিন্দপুরের উল্লেখ দেখা যায় । কাহারও কাহারও মতে সপ্তগ্রাম হইতে শেঠেরা এইখানে আসিয়া বাস করায়, উহাদের আনীত গোবিন্দজী বিগ্রহের নামানুসারে গোবিন্দপুরের নাম হইয়াছে । দিগ্বিজয়প্রকাশের মতে গোবিনাশরণ দত্ত নামে কোন এক ব্যক্তি কালিকার আদেশে এখানে বাস করায় তাহার নামানুসারে গোবিন্দপুর নামের উৎপত্তি হইয়াছে। গোবিনাশরণ তোড়লমল্পের সমসাময়িক বলিয়। কেহ কেহ স্থির করিয়া থাকেন। স্বতনটির নামোৎপত্তির কারণ এই খে, পূৰ্ব্বে তত্ত্ববায়ের। এখানে স্বতার মুটি বা লুটি প্রস্তুত করিয়া বিক্রয় করিত।

  • Bipradas by Pandit Haraprasad Sastri in the Proce’ edings of the Asiatic Society of Bengal, 1892.