পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ఇసిపి সাহায্যের জন্ত আহবান করিয়া পাঠায় । ওসমানের পতনের পর হইতে আফগানগণের দর্প চূর্ণ হইলেও, তাহারা দুই চারি জন সর্দারের অধীনে দলবন্ধ হইয়া মধ্যে মধ্যে বঙ্গরাজ্যে উপদ্রব করিতে ক্রটি করিত না । রহিম খাঁ সেই সমস্ত দলপতিগণের অন্যতম ছিল । সভা সিংহের আহবানে রহিম খাঁ উপস্থিত হইলে উভয়ে মিলিত হইয়৷ বৰ্দ্ধমান আক্রমণে অগ্রসর হয়। রাজা কৃষ্ণরামের সহিত তাহদের একটী সামান্য যুদ্ধও ঘটিয়াছিল। সেই যুদ্ধে কৃষ্ণরাম রায় জীবন বিসর্জন দিতে বাধ্য হন। রাজার পরিবারবর্গ ও সমস্ত সম্পত্তি বিপক্ষগণের হস্তগত হয় । কেবল রাজপুত্র জগৎরাম কোনরূপে আত্মরক্ষা করিয়া প্রথমে কৃষ্ণনগরাধিপ রাজা রামকৃষ্ণের আশ্রয়ে, * পরে তথা হইতে রাজধানী ঢাকা বা জাহাঙ্গীরনগরাভিমুখে পলায়ন করেন । সভা সিংহ ও রহিম খা যুদ্ধে জয়লাভ করিয়া পশ্চিম বঙ্গের অন্যান্য স্থানেও অত্যাচার আরম্ভ করে, ও ক্রমে রাজবিদ্রোহী হইয়া আপনাদিগকে স্বাধীন বলিয়া ঘোষণা করিয়া দেয়।

  • ক্ষিতীশ বংশাবলিচরিতে লিখিত আছে যে, কৃষ্ণরাম রায় স্বীয় পুত্র জগৎরাম রায়কে স্ত্রীলোকের বেশ পরাইয়। স্ত্রীলোকদিগের আরোহণোপযোগী ধীনে কৃষ্ণনগরাধিপের নিকট পাঠাইয় দেন।

"তদানীমেব কুষ্ণরামরায়েন পরবলমায়াতীতি বিজ্ঞাতং স্বপরিবারস্য পলায়নাবসরকালে নাস্তি যুদ্ধসামগ্ৰীচ পুৰ্ব্বং ন কৃত, ক উপায়, স্বপরিবারস্ত বশি উপস্থিত ইতি চিন্তয়ন স্বপুত্ৰং জগদ্রামনামানং স্ত্রীবেশধারিণং কৃত্বা ইনামারোহণযোগ্যযানেন পরবলৈরমুপলক্ষিতং রামকৃষ্ণরায়স্ত সন্নিধেী ফুকনগরে প্রেষয়ামাস।” রামকৃষ্ণরায় জগৎরামকে তাহাদেব মাটিয়ারির বাটতে লুকাইয়। রাখিয়াছিলেন। পরে তথা হইতে জগৎরাম ঢাকায় গমন स्tप्लम ।