পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২৯৩ রায়ের ও স্ববন্দোবস্তে যশোহর প্রদেশের রাজস্ব দি সুচারুরূপে সংগৃহীত হইত, এবং উক্ত দেওয়ানের চেষ্টায় ও অধ্যবসায়ে মুর উল্লা খ ব্যবসায় ও তেজারতীর দ্বারা অনেক অর্থ সঞ্চয় করিয়া বহু সম্পত্তির অধীশ্বর হইয়া উঠেন । দেওয়ানের স্ববন্দোবস্তে রাজস্বসংগ্রহসম্বন্ধে কোন রূপ গোলযোগ না ঘটায়, ফৌজদার যুদ্ধকাৰ্য্যাদি একরূপ বিস্কৃত হইয়াছিলেন। সুবেদারের আদেশ পাইয়া তিনি বিদ্রোহিগণকে দমন করার জন্ত তিন হাজার অশ্বারোহী সৈন্যের সহিত যশোহর হইতে যাত্রা করিলেন, ও ভাগীরথী পার হইয়৷ হুগলী বন্দরে উপস্থিত হইলেন। সেই সময়ে বিদ্রোহিগণও হুগলীতে উপস্থিত হয়। হুগলীতে পহুছিয়া মুর উল্লা খ বিদ্রোহিগণের সন্মুখীন হইতে সাহসী হন নাই । যখন শুনিলেন যে, বিপক্ষের অগ্রসর হইতেছে, তখন তিনি হুগলী কেল্লার মধ্যে আত্মরক্ষার নগরকে একটা প্রধান স্থান বলিয়। বৃহত্তর অক্ষরে অঙ্কিত করিয়াছেন । উনবিংশ শতাব্দীর প্রথম ভাগেও মির্জানগর যশোহরের একটা প্রধান স্থান বলিয়া সরকারী রিপোর্টে উল্লিখিত হইত। এক্ষণে তাহা একটী সামান্ত ঐামমাত্র। ওয়েষ্টল্যাও বলেন যে, ১৭৯৮ খৃঃ অব্দে মুর উল্লা খার প্রপৌত্র হেদায়েৎ উল্লা ও রহমৎ উল্ল। ইংরাজ গবর্ণমেণ্টের নিকট পেন্সনের দাবী করিয়াছিলেন। র্তাহার কুর উল্লাকে আরঙ্গজেবের দুধ ভাই বলিয়। উল্লেখ করেন।

  • রামভদ্র রায় বঙ্গজ কায়স্থসন্তান । তাহার অাদি নিবাস বরিশাল জেলায়, পরে তিনি যশোহর প্রদেশে বাস করেন। র্তাহার জ্ঞাতিবর্গ বরিশালের কাচাবেলিয়। গ্রামে ও র্তাহার বংশধরগণ ২৪ পরগণার পুড়া গ্রামে বাস করিতেছেন। রামভদ্রের বংশধরগণ, পুড়া ও অন্যান্য কতিপয় গ্রামের জমাদার। রাজা বসন্তরায়ের বংশধরগণের অব্যবহিত পরেই রামভদ্র যশোহর বঙ্গজ কায়স্থসমাজে পদমৰ্য্যাদা লাভ করিয়াছিলেন। অদ্যপি তাহার বংশধরগণ উক্ত সমাজে সেইরূপ মধ্যাদা প্রাপ্ত হইয়া থাকেন।