পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RᎽ8 মুর্শিদাবাদের ইতিহাস । জন্য আশ্রয় গ্রহণ করেন, এবং চুচুড়ার ওলন্দাজদিগকে সাহায্যের জন্য আহবান করিয়া পাঠান। বিদ্রোহিগণ বণিকসৈন্য হইতে তাদৃশ আশঙ্কার সম্ভাবনা নাই মনে করিয়া সাহসের সহিত হুগলী কেল্লা বেষ্টন করিয়া ফেলে, এবং এরূপ ভাবে আক্রমণ আরম্ভ করে যে, মুর উল্লা খা যারপরনাই ভীত হইয়া রাত্ৰিযোগে আপনার কতিপয় সহচরের সহিত নৌকারোহণে বহু কষ্টে নদী পার হইয়া যশোহরাভিমুখে পলায়ন করেন। হুগলী কেল্লা অবশেষে বিদ্রোহিগণের হস্তগত হয়। এই বিদ্রোহের প্রারস্তে চুচুড়ার ওলনাজগণ, চন্দননগরের ইউরোপীয়গণের দুর্গনিৰ্ম্মাণের ফরাসীগণ ও সুতানটির ইংরাজগণ সুচনা এবং কলিকাতা দুর্গের কতকগুলি দেশীয় সিপাহী নিযুক্ত সুত্রপাত। করিয়া আপনাদের সম্পত্তিরক্ষার জন্য সচেষ্ট হন । ইউরোপীয়গণ সে সময়ে আপনাদিগের প্রতিদ্বন্দ্বিতা বিস্তৃত হইয়া সৌহাৰ্দ্দবন্ধনে বদ্ধ হইয়াছিলেন। বিদ্রোহি গণের অত্যাচার দিন দিন বৰ্দ্ধিত হওয়ায় ইউরোপীয়গণ সুবেদার ইব্রাহিম খার নিকট এইরূপ আবেদন উপস্থিত করেন যে, সরকারের প্রতি অনুরক্ত হওয়ায়, বিদ্রোহিগণ র্তাহাদের ঘোরতর শক্র হইয়া উঠিয়াছে। এরূপ অবস্থায় নবাব তাহী দিগকে আপনাপন কুঠারক্ষার জন্য উপায় অবলম্বনের আদেশ প্রদান না করিলে, তাহাদিগকে অত্যন্ত বিপন্ন হইতে হইবে। নবাব তাহদের আবেদন গ্রাহ্য করিলে ওলন্দাজ, ফরাসী ও ইংরাজগণ আপনাদের কুঠার চারিদিক প্রাচীর বেষ্টিত করিয়া চারি কোণে মিনার নিৰ্ম্মাণ করেন। চুচুড়া, চন্দননগর ও কলিকাতায় এইরূপে ইউরোপীয়গণ কর্তৃক দুর্গনিৰ্ম্মাণের স্বত্রপাত