পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। శినసి চাহেন না। ইহাতে রহিম সা নিয়ামতের প্রতি যারপরনাই কুদ্ধ হইয় উঠে এবং তাহাকে দমন করার জন্ত সসৈন্তে মুখরসাবাদাভিমুখে অগ্রসর হয়। নিয়ামতও আপনার আত্মীয় স্বজন ও সামান্ত একদল সৈন্তের সহিত রহিম সাকে বাধা প্রদানের জল্প অপেক্ষা করিতে থাকেন। নিয়ামতের ভাগিনেয় তছবর র্থ আফগানদিগের মধ্যে যে কোন যোদ্ধাকে দ্বন্দ্ব যুদ্ধে আহবান করেন। কিন্তু কেহ একাকী তাহার সহিত যুদ্ধ করিতে সাহসী না হওয়ায়, এক দল আফগান সৈন্য তহবরের উপর নিপতিত হইয়া তাহাকে খণ্ড খণ্ড করিয়া ফেলে। নিয়ামত এই সংবাদ পাইয়া নিজেই যুদ্ধার্থে প্রস্তুত হন। তিনি স্বীয় পরিহিত রঞ্জিত পরিচ্ছদের উপর তরবারি ঝুলাইয়া অশ্বারোহণে বিপক্ষগণের মধ্যে প্রবেশ করেন এবং চারি পাশ্বস্থ আফগানগণের মস্তক ছেদন করিতে করিতে রহিম সার নিকট উপস্থিত হইয়া, তরবারির দ্বারা তাহার মস্তকে আঘাত করেন। রহিম সার শিরস্ত্রাণে লাগিয়া তরবারি দুই খণ্ড হইয়া যায়। পরে তিনি নিজ হস্তস্থিত ভগ্ন তরবারিখণ্ড রহিম সার উপরে নিক্ষেপ করিলে তাহার আঘাতে রহিম সা ভূতলে পতিত হয়। ৯ নিয়ামত নিমেষমধ্যে অশ্ব হইতে অবতরণ করিয়া রহিম সার বক্ষে উপবিষ্ট হইয়া কটিদেশসংলগ্ন মৎস্যাকৃতি যমধার নামক ক্ষুদ্র তরবারির দ্বারা যেমন তাহার বক্ষঃস্থল বিদীর্ণ করিতে যাইবেন, আমনি আফগানগণ চারিদিকৃ হইতে আসিয়া, তীর, বর্ষা ও তরবারির

  • उॉब्रिथ वांक्रांलांग्न लिथिऊ ठाणछ cय, निग्रांबऊ अ* श्रउ चराठब्र१ করিয়া রহিম সাৱ কটিদেশ ধরিয়া তাহাকে ভূতলে নামাইয় দেন।