পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७० २ মুর্শিদাবাদের ইতিহাস । স্বীয় পৌত্র আজিম ওখানকে বাঙ্গল, বিহার ও উড়িষ্যার নবাব নাজিম নিযুক্ত করিয়া পাঠাইয়া দিলেন। অযোধ্যা, এলাহাবাদ ও বিহারের শাসনকর্তৃগণের প্রতিও বিদ্রোহিদিগকে দমন করার জন্ত আদেশ প্রদত্ত হইল। আজিম ওখানের বাঙ্গলায় উপস্থিত হওয়ার পূৰ্ব্বে নবাব ইব্রাহিম খার পুত্র জবরদস্ত খার প্রতি এইরূপ আদেশ প্রদত্ত হয় যে, তিনি সত্বর সসৈন্তে বিদ্রোহিগণকে দমন করার জন্য অগ্রসর হন । সম্রাটের আদেশ পাইয়া জবরদস্ত খ৷ অশ্বারোহী পদাতিক ও গোলন্দাজ সৈন্তের সহিত কতিপয় রণতরী লইয়া ঢাকা হইতে মুখসুসাবাদের দিকে গমন করেন। এই সময়ে বিদ্রোহিগণের লোক ও অর্থবল চরম সীমায় উপনীত হইয়াছিল। এইরূপ কথিত হয় যে, তাহাদের সম্পত্তির বাধিক আয় প্রায় ৬০ লক্ষ টাকা হইয় উঠে এবং তাহীদের অধীনে ৩০ হাজার অশ্বারোহী ও ১২ হাজার পদাতিক সৈন্ত ছিল । * রহিম স তৎকালে মুখমুসাবাদের নিকট পদ্মাতীরস্থ ভগবানগোলার কাছে আসিয়া উপস্থিত হয়। জবরদস্ত খী প্রথমতঃ এক দল সৈন্ত মালদহের দিকে প্রেরণ করেন। রাজমহলে বিদ্রোহিগণের সহিত যুদ্ধে তাহারা জয় লাভ করে। আফগান সর্দার ধীরেট খাঁ নিহত এবং বিদ্রোহিগণ কর্তৃক লুষ্ঠিত অনেক দ্রব্য জবরদস্ত থার সৈন্তগণের করায়ত্ত হয়। জবরদস্ত ধ নিজে রহিম সার শিবিরের নিকটে উপস্থিত হইয়া অশ্বারোহী সৈন্মদিগকে স্থলপথ দিয়া ও রণতরীগুলি জলপথ দিয়া বিপক্ষ

  • East India Records Vol. XIX. P. 263.