পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুর্শিদাবাদের ইতিহাস । عراوچ (ا আবার তাহারা সকল বিষয়ে অধিকার লাভ করেন। আমরা গর অধ্যায়ে তাহার বিশেষ রূপ বিবরণ প্রদান করিব। পর অধ্যায় হইতে মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস আরন্ধ হইবে। তৎপূৰ্ব্বে আমরা অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে মুর্শিদাবাদ প্রদেশের দুই এক জন বৈষ্ণব পণ্ডিত ও ফকীরের সংক্ষিপ্ত বিবরণ এবং মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাসরিম্ভের পূৰ্ব্বে তাহার সাধারণ অবস্থ৷ সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করিয়া অধ্যায়ের শেষ করিব। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে এক মহাপণ্ডিত ও ভক্ত বৈষ্ণব সমাজে প্রাধান্য লাভ করিয়াছিলেন। সেই ভক্ত ও পণ্ডিতপ্রবুরের নাম বিশ্বনাথ চক্রবর্তী। মুর্শিদাবাদ প্রদেশে যে সমস্ত বৈষ্ণব গ্রন্থকার আবির্ভূত হইয়াছিলেন, তন্মধ্যে বিশ্বনাথ চক্ৰবৰ্ত্তই সুপ্রসিদ্ধ। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে বৰ্ত্তমান নদীয়া জেলার অন্তর্গত দেবগ্রামে রাঢ়ীয় শ্রেণী ব্রাহ্মণ বংশে বিশ্বনাথ জন্ম গ্রহণ করেন। ইহার তিন সহোদর, জ্যেষ্ঠ রামভদ্র, মধ্যম রঘুনাথ, এবং বিশ্বনাথই কনিষ্ঠ । হরিবল্লভ বিশ্বনাথের নামান্তর। বিশ্বনাথের রচিত পদাবলীতে র্তাহার হরিবল্লভ নামই দেখিতে পাওয়া যায় । বিশ্বনাথ গ্রামেই ব্যাকরণাদি বাল্যকালের পাঠ শেষ করিয়া মুর্শিদী বাদের সৈয়দাবাদে গমনপূৰ্ব্বক শ্ৰীমদ্ভাগবতাদি ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেন। সেই সময়ে নরোত্তম ঠাকুরের শিষ্য রামকৃষ্ণ আচার্যের পুত্ৰগণ সৈয়দাবাদের প্রধান পণ্ডিত ছিলেন। সম্ভবতঃ তাহাদের কাহারও নিকট বিশ্বনাথ ভক্তিশাস্ত্র অধ্যয়ন করিয়া থাকিবেন। সৈয়দাবাদে বাসকালে তিনি নানাশাস্ত্রে সুপণ্ডিত হইয় উঠেন, এবং এইখানে অলঙ্কারকৌস্তুভের তাহার কৃত স্থবোধিনী বিশ্বনাথ চক্ৰবৰ্ত্তী ।