পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। \0eA» টীকা সম্পূর্ণ হয়। * রামকৃষ্ণ আচার্য্যের কনিষ্ঠ পুত্র কৃষ্ণচরণ নরোত্তম ঠাকুরের অন্ততম শিষ্য বালুচরের গাম্ভিলাপল্লীনিবাসী গঙ্গানারায়ণ চক্ৰবৰ্ত্তীর শিষ্য ছিলেন। বিশ্বনাথ সৈয়দাবাদে অবস্থানকালে কৃষ্ণচরণের পাণ্ডিত্য ও ভক্তিতে মুগ্ধ হইয়া তাহার নিকট দীক্ষিত হন। তিনি গুরুর নিকটে বাস করিয়া শাস্ত্রালোচনায় ও ভক্তি অর্জনে বৈষ্ণব সমাজে প্রসিদ্ধ হইয়া উঠেন। ভাগবত শাস্ত্র অধ্যয়নের পর বিশ্বনাথ একবার জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি লইয়া বৃন্দাবনে গমন করেন, পরে তথা হইতে পুনৰ্ব্বার স্বদেশে প্রত্যাগত হন। বিবাহিত হইলেও বাল্যকাল হইতে বিশ্বনাথের হৃদয়ে বৈরাগ্যের সঞ্চার হইয়াছিল। ৭ সেই বৈরাগ্যের ফলে তিনি পরিশেষে সংসার পরিত্যাগ করিয়া বৃন্দাবনে বাস করেন। বৃন্দাবনে নানাস্থানে অবস্থিতি করিয়া তিনি শেষ জীবনে রাধাকুণ্ডে বাস করিয়াছিলেন। তথায় ১৬২৬ শাক বা ১৭০৪ খৃঃ অব্দের মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে র্তাহার অমূল্য গ্রন্থ শ্ৰীমদ্ভাগবতের টীকা সারার্থদর্শিনী পরিসমাপ্ত হয়। { ইহার অব্যবহিত পূৰ্ব্বেই মুর্শিদকুলী খ মুর্শিদাবাদে দেওয়ানী কাৰ্য্যালয় স্থাপন করিয়াছিলেন। ভাগবতের টীকাসমাপ্তির অল্পকাল পরেই প্রায় অশীতি বর্ষ বয়সে তিনি ইহ জগৎ হইতে চিরবিদায় গ্রহণ করেন। যৎকালে বিশ্বনাথ রাধাকুণ্ডতটে ভাগবতের

  • “সৈয়দাবাদবাসিস্ত্রীবিশ্বনাথাখ্যশৰ্ম্মণ।

চক্ৰবৰ্ত্তীতিনাম্বেয়ং কৃত চীক স্ববোধিনী ॥” f দরোত্তমবিলাসের শেষে তাহার বৈরাগ্যের দৃষ্টান্ত প্রদর্শিত হইয়াছে।

  • “খত্বক্ষিষড়ভূমিমিতে শাকে রাধাসরন্তটে।

শুক্লযষ্ঠ্যাং সিতে মাঘে দীকেয়ং পূর্ণতাষগাৎ "