পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)> е মুর্শিদাবাদের ইতিহাস । টীকা রচনায় ব্যাপৃত ছিলেন, সেই সময়ে গোবিন্দভাষ্য ও অভts বৈষ্ণবগ্রন্থ প্রণেতা বৈষ্ণব জগতে সুপরিচিত বলদেব বিদ্যাভূষণ তাহার আশীৰ্ব্বাদ লাভ করিয়া জয়পুরে গৌড়ীয় বৈষ্ণবগণের নেতাস্বরূপে শাস্ত্রার্থবিচারে জয়ী হন ও তথাকার গোপালদেবের সেবাধিকার লাভ করেন। বলদেব তদবধি বিশ্বনাথকে আপনার গুরুর দ্যায়ই জ্ঞান করিতেন। বিশ্বনাথের রচিত চব্বিশ খানি গ্রন্থের * পরিচয় পাওয়া যায়। তন্মধ্যে ভাগবত, গীতা, অলঙ্কারকৌস্তভ, উজ্জলনীলমণি, আনন্দবৃন্দাবনচম্পূ ও বিদগ্ধমাধব প্রভৃতিয় টকাই প্রসিদ্ধ। এতদ্ভিন্ন অনেক পদাবলীতে র্তাহার কবিত্ব ও ভক্তির পরিচয় পাওয়া গিয়া থাকে। এই সমস্ত গ্রন্থ ও পদাবলীরচনায় বিশ্বনাথ জীবগোস্বামী প্রভৃতির পরে বৈষ্ণব সমাজের নেভাস্বরূপে পূজিত হইয়াছিলেন। বিশ্বকে ভক্তিপথ প্রদর্শনের জন্ত, ও ভক্তচক্রে অবস্থিতি করিতেন বলিয়া চক্রবর্তী

  • সে চব্বিশখানি গ্রন্থ এই –

(১) সারার্থদর্শিনী ( শ্ৰীমন্তাগবতের টীক। ), (২) সারার্থবর্ষিণী ( খ্ৰীমন্তর্গবদগীতার টীক1), (৩) স্ববোধিনী ( অলঙ্কারকেীস্তভের টীকা ), (৪) স্বধ বৰ্ত্তিন , ( আনন্মবৃন্দাবন চম্পূকাব্যের টাকা ), (৫) বিদগ্ধমাধবের টীকা (৬) আনন্দচন্ত্রিক (উজ্জ্বলনীলমণির টাকা ), (৭) শ্ৰীকৃষ্ণভাবনামৃত, (৮) স্তবামৃতলহরী, (৯) চমৎকারচন্ত্রিকা, (১০) প্রেমসম্পুট, (১১) গোপীপ্ৰেমান্বত (১২) গোপালতাপনীর টাকা, (১) ভক্তিরসামৃতসিন্ধুবিলু, (১৪) উজ্জ্বলী মণিকিরণ, (১৪) ভাগৰভাস্বতকণিকা, (১৬) রাগবন্ধু চত্রিকা, (১৭) মা{ ধ্যকাদম্বিনী, (১৮) ঐশ্বৰ্য্যকাদম্বিনী, (১৯) গৌরাঙ্গলীলামৃত, (২০) সকল্প কল্পক্রম, (২১) স্বপ্নবিলাসামৃত, (২২) গেীরগণোদেশচত্রিকা, (২৩)চৈতন্যচরিত স্বতের সংস্কৃত টীক। (২৪) প্রেমভক্তিচন্ত্রিকার সংস্কৃত টীকা। এতদ্ব্যতীত তঁহিবি রচিত অনেক পদাবলীও আছে। চৈতন্তয়সায়ন নামে তাহার জরি একখানি গ্রন্থ রচনার ইচ্ছা ছিল, কিন্তু তাহা ঘটিয়া উঠে নাই ।