পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। \צ צס এইরূপে বৈষ্ণবমণ্ডলীতে র্তাহার নামের ব্যাখ্যা হইত। * ফলতঃ অদ্ভুত বৈরাগ্যে, অসাধারণ পাণ্ডিত্যে, অগাধ শাস্ত্রবিদ্যায়, অলৌকিক ভক্তিতে ও মধুর কবিত্বে বিশ্বনাথ তৎকালীন বৈষ্ণব সমাজে অদ্বিতীয় বলিয়া কীৰ্ত্তিত হইতেন। তাহার রচিত ভাগবত ও গীতা প্রভৃতির টীকা যে বৈষ্ণব সম্প্রদায়ের অমূল্য গ্রন্থ তাহ। সকলেই স্বীকার করিয়া থাকেন । *এরূপ মহাপণ্ডিতের সংখ্যা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে তাদৃশ অধিক নহে। এই সময়ে মুর্শিদাবাদ প্রদেশে এক মুসলমান ফকীর প্রসিদ্ধ ইয়া উঠেন। তাহার নাম সৈয়দ মর্ভুজ। মজুজার পূর্বপুরুষগণ উত্তরপশ্চিম প্রদেশস্থ বরেলী জেলায় বাস করিতেন। মহুঁজার পিতা সৈয়দ হাসেন কাদেরও এক জন আউলিয়া বা ফকীর ছিলেন। সম্ভবতঃ তিনিই প্রথমে বঙ্গদেশে আগমন করেন। মর্তুজা উত্তর পশ্চিম প্রদেশে কি বাঙ্গলায় জন্ম গ্রহণ করিয়াছিলেন, স্থির করিয়া বলা যায় না । তবে এইরূপ শ্রত হওয়া যায় যে, জঙ্গীপুরের নিকট বালিঘাটায় তাহার জন্ম হয় । খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর মধ্য ভাগে তাহার জন্ম হইয়াছিল বলিয়া অকুমান হইয়া থাকে। যাহা হউক, মর্তুজা বাল্যকাল হইতে জঙ্গীপুর ও তাহার নিকটস্থ স্থানে বাস সৈয়দ মৰ্ত্ত জা |

  • “বিশ্বস্য নাথরুপোহসে ভক্তিবন্ধু প্রদর্শনাৎ ॥

ভক্তচক্রে বৰ্ত্তিতত্বাং চক্রবর্ত্যাখ্যয়ীভবৎ ॥” মণ্ডজ হইতে এক্ষণে তাহার বংশধরগণের মধ্যে কেহ ৮ পুরুষ, এবং কেহৰ। ১ পুরুষ স্থির হইয়া থাকেন। তাহা হইলে নুনাধিক ২৫০ বৎসর থর মর্ভজার আবির্ভাব স্থির করা যাইতে পারে। মৰ্ত্ত জা নিজে দীর্ঘজীবী ংল৭, ৮০ বৎসর বয়সে তাহার মৃত্যু হয় বলিয়। শুনা বায়।