পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృసి মুর্শিদাবাদের ইতিহাস। রাজা বলিয়া ঘোষণা করেন, ও ভারতাক্রমণে অগ্রসর হন। ঘরানী উপাধি গ্রহণ করিয়া আমেদ কান্দাহার, কাবুল ও লাহোর অধিকারের পর দিল্লী-অভিমুখে অগ্রসর হইলে সম্রাট মহম্মদ সাহ উজীরের সহিত স্বীয় জ্যেষ্ঠ পুত্রকে তাহার বিরুদ্ধে পাঠাইয়া দেন, র্তাহার শতদ্রু পর্য্যন্ত গমন করিলে, আমেদ চতুরতাপূৰ্ব্বক র্তাহাদের পাশ কাটাইয়া সরহিন্দ নগরে উপস্থিত হইয়। উক্ত নগর লুণ্ঠনে প্রবৃত্ত হন, সম্রাটসেন তাহার আক্রমণের জন্ত ধাবিত হইলে কয়েক দিন সামান্ত সংগ্রামের পর উজীর প্রাণ বিসর্জন দিলে সম্রাটসৈন্ত ছত্রভঙ্গ হইয়া ইতস্ততঃ ধাবিত হয়। রাজপুতসৈন্তগণ স্বদেশাভিমুখে গমন করিতে আরম্ভ করে, কিন্তু অন্যান্ত কৰ্ম্মচারী ও উজীরের পুত্ৰগণ স্থিরভাবে সৈন্তদিগকে উৎসাহিত ও পরিচালিত করিতে চেষ্টা করেন। ইতিমধ্যে আমেদের শিবিরস্থ বারুদে আগুন লাগায় এবং তাহাতে অনেক লোক হত ও আহত হওয়ায় আমেদ বাধ্য হইয়া ১৭৪৮ খৃষ্টাব্দের মার্চ মাসে কাবুলাভিমুখে প্রস্থান করেন। ইহার অব্যবহিত পরে। ১৭৪৮ খৃষ্টারে এপ্রিল মাসে সম্রাট মহম্মদ সাহ পরলোকগত হন ট তাহার জ্যেষ্ঠ পুত্র আমেদ সাহ সিংহাসনে অধিরোহণ করেন । নিজাম-উল মুস্তকে উজীরের পদ গ্রহণের জন্ত অনুরোধ করা হয়, ত্ত্বৈ তিনি বাৰ্ধক্যপ্রযুক্ত তাহ লইতে অস্বীকৃত হওয়ায় * नवांव नक्षत्र जन उँउ *प्न नियूख् श्म । निछांश সরকাল পরে ১৪৭ বৎসর বয়সে দেহত্যাগ করেন । আমেদ রাজত্বকালে রোহিল্লা ও আফগানগণ উপদ্রব আরম্ভ করে। মহম্মদ আফগানটির সহিত যোগ দিয়া নিজের অধিকৃত রেছিল