পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । \రిచి (t আদি লেখা পড়া শিথিয়া রাজদরবারে ও অন্তান্ত স্থানে নানা প্রকার চাকরী গ্রহণ করিতেন। বৈদ্যের আয়ুৰ্ব্বেদ শাস্ত্র অধ্যয়ন করিয়া চিকিৎসাব্যবসায়ে প্রবৃত্ত হইতেন । গন্ধবণিকেরা গন্ধদ্রব্যাদির, শঙ্খ বণিকেরা শঙ্খের, কাসারীর বাসনের, সুবর্ণবণিকেরা সোণারূপার ব্যবসায় করিতেন। তাম্বুলীর পান সুপারির দ্বারা বীড়া করিয়া বিক্রয় বারজীরা বরজ নিৰ্ম্মাণ ও পান বিক্রয়, তাতী, কুম্ভকার, কামার সকলেই স্ব স্ব জাতীয় ব্যবসায়ে ব্যাপৃত থাকিতেন। কৈবৰ্ত্তগণের এক শ্রেণী মৎস্ত ধরার ও অার এক শ্রেণী চাষ কাৰ্য্যে প্রবৃত্ত হইত। অন্তান্ত অস্ত্যজ জাতিরা নানারূপ ব্যবসায় করিত। মুসলমানগণের মধ্যে সৈয়দ, মোল্লা, প্রভৃতি সন্ত্রান্ত মুসলমানগণ মস্তক মুণ্ডন ও শ্মশ্র ধারণ করিয়া ইজার, অঙ্গরাখা ও টুপি পরিধান করিতেন। পাঁচ ওয়াক্ত নমাজ, মালাজপ, দরগায় বাতি দেওয়া প্রভৃতি র্তাহীদের ধৰ্ম্মকাৰ্য্য ছিল। কেতাব কোরাণ লইয়া তাহারা আলোচনা করিতেন । হীনাবস্থ মুসলমানগণ কৃষিকাৰ্য্য ও চাকরী প্রভৃতি বৃত্তিও করিত। তাহাদের মধ্যে জোলাগণ বস্ত্রের, মুকেরিগণ বলদবহনের, কাবারিগণ মৎস্তবিক্রয়ের, সানাকরগণ বস্ত্রের সানাবন্ধনের, কাগজিগণ কাগজনিৰ্ম্মাণের ও অন্তান্ত অনেক মুসলমান নানা প্রকার ব্যবসায়ে প্রবৃত্ত হইত। পাঠানরাজত্বকালে গৌড়ের বাদসাহের অধীনে এক এক স্থানে কাজী নিযুক্ত হইতেন। তাহার শাসন ও বিচার উভয়বিধ কাৰ্য্য করিতেন। কিন্তু মোগলরাজত্বকালে ফৌজদারগণ নিযুক্ত হইয়া শাসনভার গ্রহণ করেন এবং কাজীগণের হস্তে বিচারভার অপিত হয়। জমীদারগণ ডিহিদার, তালুকদার প্রভৃতি নামে অভিহিত হইতেন।