পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৬ মুর্শিদাবাদের ইতিহাস। কৃষকগণের অবস্থা সাধারণতঃ মদ ছিল না । যে সমস্ত প্রজা করদানে অক্ষম হইত, জমীদারের তাহদের ধান্ত বলদ প্রভৃতি বিক্রয় করিয়া খাজান আদায় করিতেন। তৎকালে দ্রব্যাদি সুলভ মূল্যে বিক্রীত হইত। রৌপ্য তাম্রমুদ্রার সহিত কড়িরও প্রচলন ছিল। মুর্শিদাবাদ প্রদেশের কৃষির অবস্থা মন্দ ছিল না। অন্তান্ত শস্তের চাষের সহিত তুতগাছের চাষ অধিক পরিমাণে হইত, তাহাদের পাতা রেশমকীটের আহারে লাগিত! অনেকে পলু বা রেশমকীটের ব্যবসায় করিত। রেশমী বস্ত্র, গজদন্ত, মসলিনের ব্যবসায়ের জন্ত সপ্তদশ শতাব্দীতে মুর্শিদাবাদ বঙ্গদেশে প্রাধান্ত লাভ করিয়াছিল। আমরা প্রকৃত ইতিহাসরম্ভের পূৰ্ব্বে মুর্শিদাবাদ প্রদেশের সাধারণ অবস্থা প্রদান করি লাম। পর অধ্যায় হইতে মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস আরন্ধ হইবে এবং তৎসঙ্গে অষ্টাদশ শতাব্দীর সমগ্র বাঙ্গলার ইতিহাস আলোচনা করিতে যথাসাধ্য চেষ্টা করিব ।