পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eRbు মুর্শিদাবাদের ইতিহাস । বিবরণ প্রদান করিয়া মুর্শিদাবাদ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তাহার প্রকৃত ইতিহাস প্রদানে চেষ্টা করিতেছি। মুর্শিদকুলী জাফর র্থ ব্রাহ্মণ বংশে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। ঘোরতর দারিদ্র্যে নিস্পেষিত হওস্নায় তাহার পিতা হাজী সফী নামক জনৈক পারসীক ব্যবসায়ীর নিকট আপন পুত্রকে ক্রীতদাসরূপে বিক্রয় করিতে বাধ্য হন । হাজী সফী তাহাকে ইস্পাহানে লইয়া যান ও তথায় মুসলমান সংস্কারে সংস্কৃত করিয়া উক্ত দরিদ্র ব্রাহ্মণ-তনয়কে মহম্মদ হাদী আখ্যা প্রদান করেন । সফী মহম্মদ হাদীকে নিজ সন্তানগণের ন্যায় রীতিমত সুশিক্ষা প্রদান করিয়াছিলেন । হাজী সকীর মৃত্যুর পর তাহার উত্তরাধিকারীগণ মহম্মদ হাদীকে দাসত্ব হইতে মোচন করিয়া দেন ও র্তাহাকে দাক্ষিণাত্যে গমন করিতে অনুমতি প্রদান করেন। দক্ষিণাত্যে আগমন করার অব্যবহিত পরেই তিনি বেরারের দেওয়ান হাজী আবদুল্লার অধীনে একটী সামান্ত কৰ্ম্ম প্রাপ্ত হন এবং ক্রমে ক্রমে আপনার আয়বায়সংক্রান্ত জ্ঞান ও কার্য্যদক্ষতা প্রকাশ করিয়া দক্ষিণাত্য প্রদেশে বিখ্যাত হইয়া উঠেন । তাহার ক্ষমতার কথা দিল্লীশ্বর আরঙ্গজেবের কর্ণগোচর হইল। সম্রাট তাহাকে একজন উপযুক্ত পাত্র বিবেচনা করিয়া হায়দরাবাদের দেওয়ানী পদ শূন্ত থাকায় মহম্মদ হাদীকে উক্ত পদে নিযুক্ত করেন । তথায় তাহার কার্য্যদক্ষত আরও বৃদ্ধি পাইতে লাগিল । সম্রাট তাহার পারদর্শিতায় মুগ্ধ হইয়া ১১১৩ হিজরী বা ১৭•১ খৃষ্টাব্দে সাম্রাজ্যের অন্যতম প্রধান স্থান বাঙ্গলবি মুর্শিদাবাদের পূর্ব तिरुव्र-१ ।।