পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩২ মুর্শিদাবাদের ইতিহাস । র্তাহার ভ্রাতা বঙ্গবিনোদ ও তৎপরে ভগবানের পুত্র হরিনারায়ণ উক্ত পদে নিযুক্ত হন। ইহার “বঙ্গাধিকারী নামে অভিহিত হইতেন । হরিনারায়ণের সময় বাদসহ আরঙ্গজেব প্রধান কাননগোর পদকে দুই ভাগে বিভাগ করিয়া একাংশের ভার হরিনারায়ণের প্রতি ও অপরাংশের ভার দেবকীনন্দন সিংহের পুত্র রামজীবন সিংহের প্রতি অর্পণ করেন।* প্রধান কাননগোগণ বাদসাহ কর্তৃক নিয়োজিত হইলেও সম্পূর্ণরূপে দেওয়ানের অধীনে ছিলেন। এইরূপে দেওয়ানের প্রতি রাজস্ব বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব অর্পিত হয়। কারতলব খা বাঙ্গলার দেওয়ানী পদে নিযুক্ত হইয়া তদানীন্তন করতলৰ খ। বাজলার রাজধানী ঢাকা বা জাহাঙ্গীরনগর অভি८७ग्नॉन ॥ মুখে অগ্রসর হইলেন। এই সময়ে আজিম ওখান বাঙ্গল, বিহার ও উড়িষ্যার সুবেদারী পদে প্রতিষ্ঠিত ছিলেন । রাজধানীতে উপস্থিত হইয়৷ কণরতলব খ অত্যন্ত তৎপরতার সহিত স্বীয় কৰ্ত্তব্য কাৰ্য্য আরম্ভ করিলেন । তিনি কাননগোগণের নিকট হইতে সমস্ত কাগজপত্র তলব করেন । এই সময়ে হরিনারায়ণের পুত্র দর্পনারায়ণ প্রথম কাননগো ও রামজীবনের পুত্র জয়নারায়ণ দ্বিতীয় কাননগোর কার্য্য করিতেন। বঙ্গভূমি চিরকাল স্বর্ণপ্ৰসবিনী বলিয়া বিখ্যাত, এমন শস্তস্যামল দেশ পৃথিবীর অন্ন স্থানেই আছে বলিয়া বোধ হয় । কৃষি ও বাণিজ্যে বাঙ্গলা ভারতের মধ্যে একটী শ্রেষ্ঠ প্রদেশ । গোর কার্য্য করিতেন বলিয়। অনুমান হইয়া থাকে। প্রধান কাননগেরি বিস্তৃত বিবরণ মুর্শিদাবাদ-কাহিনীর বঙ্গাধিকারী প্রবন্ধে দ্রষ্টব্য।