পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা । ›ፃ খণ্ড হস্তগত করেন, কিন্তু অল্প দিন পরে প্রাণ বিসর্জন করার সফদর জঙ্গ জনৈক আফগানসর্গারকে হস্তগত করিয়া রোহিল্লাদিগকে পরাস্ত করিতে ইচ্ছা করেন। উক্ত সর্দার নিহত হওয়ায় সফদরজঙ্গ তাহার অধিকৃত প্রদেশ গ্রহণে ইচ্ছুক হইলে তত্ত্বংশীয়গণ অন্যান্ত আফগানগণের সাহায্যে র্তাহাকে যুদ্ধে পরাস্ত করে। সফদর জঙ্গ অবশেষে মহারাষ্ট্রীয়দিগের সাহায্যে আফগানদিগকে পরাজিত করিয়া তাহাদিগকে পৰ্ব্বতগহ্বরে আশ্রয় লইতে বাধ্য করান। ১৭৪৯ খৃষ্টাব্দে আমেদ আবদালী কাবুল হইতে লাহোরে উপস্থিত হইয়া লাহোর ও মুলতান দিল্লীসাম্রাজ্য হইতে বিচ্ছিন্ন করিয়া লন, এবং মুলতানের শাসনকৰ্ত্ত মীর মনুর প্রতি উক্ত দুই প্রদেশের শাসনভার অপিত হয়। এই সময়ে নিজামের পৌত্র অর্থাৎ তাহার জ্যেষ্ঠ পুত্র গাজী উদ্দীনের পুত্র স্বীয় পিতার গাজী উদ্দীন উপাধি প্রাপ্ত হইয়া আমীর-উল-ওমরার পদে নিযুক্ত ছিলেন । র্তাহারই ষড়যন্ত্রে সম্রাট ও উজীর সফদর জঙ্গের মধ্যে মনোমালিন্ত উপস্থিত হয়। সফদর বিরক্ত হইয়া অযোধ্যাগমনে ইচ্ছা করেন, কিন্তু তাহাকে যাইতে না দেওয়ায় তিনি জাঠরাজ স্বরজমল্লের নিকট সাহায্যপ্রার্থী হন। কিছুকাল পরে উভয় পক্ষের গোলযোগ নিবৃত্ত হইলে সফদর অযোধ্যাযাত্রার অনুমতি পান, কিন্তু তাহাকে উজীরের পদ পরিত্যাগ করিতে হয়। কামার উদ্দীন, খার পুত্র ইস্তিজাম উদ্দৌলা উক্ত পদ প্রাপ্ত হন। এ দিকে স্বরজমল্ল আগরাপ্রদেশে অত্যাচার আরম্ভ করেন। আমীর-উল-ওমর মহারাষ্ট্রীয়দিগের সাহায্যে জাঠদিগকে বিতাড়িত করিয়া দেন । আমীর-উল-ওমরার ক্ষমতা দিন দিন প্রবল হইয়া উঠিলে, সম্রাট ও উজীর তাহার ক্ষমতাছাসের জন্ত স্বরজ মল্পের সহিত যোগ