পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। ৩৩৩ কিন্তু চিরকাল তথা হইতে সম্রাটসরকারে অল্প পরিমাণে রাজস্ব প্রেরিত হইত। কারতলব খ তাহার কারণ অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া দেখিলেন যে, বঙ্গভূমি বাস্তবিকই প্রচুর পরিমাণে শস্ত উৎপাদন করিয়া থাকে, কিন্তু রাজস্বের অধিকাংশ অসদুপায়ে বান্ত্রিত হয় । এই প্রকৃত তথ্য অবগত হইয়া তিনি ভিন্ন ভিন্ন জেলায় আপনার পরিচিত দক্ষ ও উপযুক্ত আমীন বা তহশীলদার নিযুক্ত করিলেন । তাহারা সমস্ত কাগজপত্র প্রস্তুত করিলে দেওয়ান জানিতে পারিলেন যে, বাঙ্গলার রাজস্ব হইতে এক কোর্ট টাকা প্রেরিত হইতে পারে। ভূতপূৰ্ব্ব দেওয়ানদিগের সময়ে বাঙ্গল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুৰ্ব্বর দেশ বলিয়া প্রচারিত ছিল, তজ্জন্ত রাজ্যের অধিকাংশ ভূমি সৈনিক বিভাগের জায়গীররূপে * ভিন্ন ভিন্ন লোকের মধ্যে বিভক্ত হইত। কেবল অতি সামান্ত পরিমাণ ভূমির রাজস্ব রাজকোষে যাইত। মুতরাং এই অত্যন্ন রাজস্ব হইতে নাজিমের এবং সৈন্তসংক্রান্ত ও বিচারসংক্রাস্ত কৰ্ম্মচারিগণের বেতনাদির ও অন্যান্ত অনেক বিষয়ের ব্যয় নিৰ্ব্বাহ ঘটিয়া উঠিতন, সেইজন্স কোন কোন মুবা হইতে ইহার ব্যনিৰ্ব্বাহের জন্য অর্থগ্রহণের প্রয়োজন ঘটিত। কারতলব খা এই সমস্ত বিষয় অবগত হইয়া বাঙ্গলার যাবতীয় জায়গীর পুনগ্রহণের এবং উড়িষ্যা ও অন্যান্য স্থানের ভূমি কৰ্ম্মচারিগণের নিমিত্ত নির্দেশের জন্য সম্রাটের নিকট আবেদন করিলেন। সম্রাট দেওয়ানের প্রার্থনা গ্রাহ করেন। তদনুসারে উড়িষ্যার ভূমি

  • যাহার। রাজসরকারে কোন বিশেষ বিশেষ কাৰ্য্যের জন্য সাহায্য *রিতেন, তাহারাই সৈনিক জায়গীর প্রাপ্ত হইতেন।