পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩৪ মুশদাবাদের ইতিহাস। জায়গীরের জন্য নির্দিষ্ট হইয়াছিল। জায়গীরদায়দিগের সাহা;ে উক্ত প্রদেশের রাজস্বও সুচারুরূপে সংগৃহীত হইতে আরব্ধ হয়। বাঙ্গলায়ও দেওয়ানের আদেশে জমীদারগণের করবৃদ্ধি এবং অনেক ভূমির নূতন বন্দোবস্ত হইয়া সন সন খাজানা আদায় হইতে লাগিল। এই প্রকারে জমীদারগণ্ড দেওয়ানের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে আসিতে বাধ্য হন। নিজামত ও দেওয়ানীর ব্যয় ভিন্ন বাঙ্গালার রাজস্বের এক কপর্দকও ব্যয়িত হইতে পারিত না। এইরূপে বাঙ্গালার রাজস্ববৃদ্ধি দেখিয়া সম্রাট আরঙ্গজেব কাল্পতলব খার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হইলেন। . কারতলব খার এই প্রকার কার্য্যদক্ষতায় সম্রাট্রসন্তুষ্ট হওয়ায়, নবাব আজিম ওখান ও গণন আজিম ওশ্বান মনে মনে দেওয়ানের ¢ल७झून উপর বিরক্ত হইলেন। বিশেষতঃ যাবতীয় কারতলব খী । অর্থসংক্রান্ত বিষয়ে দেওয়ানের একমাত্র কর্তৃত্ব থাকায় ও অনেক সময়ে নবাবের কার্য্যের প্রতিবাদ করায়, সুবেদার আপনাকে যারপরনাই অবমানিত মনে করিতে লাগিলেন। ইহার উপর তাহার পারিষদ ও অনুচরবর্গের বিলাসপ্রযুক্ত অযথা ব্যয় নির্বাহ করিতে দেওয়ান স্বীকার না করায়, তাহার বিদ্বেষবহ্নি ক্রমে ক্রমে পরিবদ্ধিত হইয়া উঠে। তিনি কি প্রকারে এই প্রবল প্রতিদ্বন্দ্বীর হস্ত হইতে নিষ্কৃতি লাভ করিবেন ইহাই সৰ্ব্বদা চিন্তা করিতেন। সম্রাটবংশধর হইয়। একজন সামান্ত দেওয়ানের ভ্ৰকুটি সহ করা তাহার পক্ষে বড়ই লজ্জাস্কর বোধ হইতে লাগিল । নবাব প্রকাগু ভাবে দেওয়ানের শক্ৰতাচরণ করিতে সাহসী হই তেন না। কারণ তিনি পিতামহ আরঙ্গজেবকে বিশেষরূপে