পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v්‍රො মুর্শিদাবাদের ইতিহাস । যুক্ত স্থান বলিয়া বিবেচিত হইয়াছিল। প্রথমতঃ স্থানটা অস্তি মনোহর। মন্থরগামিনী ভাগীরথী ধীরে ধীরে ইহার পাশ্ব দিয়া প্রবাহিত হইতেছেন, উগ্ৰচণ্ড পদ্মার ন্যায় তিনি কখনও সংহারমূৰ্ত্তি ধারণ করেন না। দ্বিতীয়তঃ স্থানটা অত্যন্ত স্বাস্থ্যকর। তৃতীয়তঃ মুখমুসাবাদ বাঙ্গালা প্রদেশের মধ্যস্থলে অবস্থিত এবং উড়িয্য ও বিহার প্রদেশ হইতে অধিক দূরে নহে। ইহার উত্তরপশ্চিম সীমায় বিহারের সন্নিহিত রাজমহল ও বাঙ্গলার দ্বারস্বরূপ তিলিয়াগড়ী ও শকরৗগলি। পশ্চিম ও দক্ষিণ সীমায় বীরভূম, পঞ্চকোট, বিষ্ণুপুর এবং ঝারখণ্ড প্রভৃতি পাৰ্ব্বত্য প্রদেশ। এই সমস্ত স্থান দাক্ষিণাত্য ও হিন্দুস্থানের সীমান্তস্বরূপ। দক্ষিণে ও পূৰ্ব্বে উড়িষ্যাসংলগ্ন বৰ্দ্ধমান, হুগলী ও হিজলী এবং পূর্ব ও উত্তরে জাহাঙ্গীরনগর ও ভূষণ প্রভৃতি পূৰ্ব্ব বঙ্গের প্রধান প্রধান বিভাগ । সুতরাং এই স্থানটী বাঙ্গলার রাজস্বসংগ্রহের পক্ষে যে বিশেষরূপ উপযোগী তাহ অনায়াসে বুঝা যাইতে পারে। চতুর্থতঃ বাঙ্গালার বাণিজ্যকাৰ্য্য পরিদর্শনের পক্ষে মুখমুসাবাদই উপযুক্ত স্থান ছিল । কারণ, ভাগীরথী বাঙ্গালার বাণিজ্যপ্রসারণের সর্বপ্রধান পথ এবং গঙ্গা, পদ্মা ও জলঙ্গী প্রভৃতি প্রধান প্রধান নদীর সহিত তাহার সংযোগ থাকায়, তত্তীরবর্তী অথচ বাঙ্গালার কেন্দ্র স্থলে অবস্থিত মুখমুসাবাদ বাণিজ্যকাৰ্য্য পরিচালনের উপযুক্ত লিখিত টিফেনথেলারের মতে মুখমুসাবাদ বা মুখমুদাবাদ আকবর বাদসহ কর্তৃক স্থাপিত হয়। ১৬৬৬ খ্ৰীষ্টাব্দে টেভারনিয়ার ইহাকে মেসেীবাজার fr ( Madesoubazarki ) (fēni ēzē" șfășttga azt Šrētā G3 উছ৷ সায়েস্ত। খ'র দেওয়ালের বাসস্থান ছিল।