পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। WoSS পরে কাননগোর স্বাক্ষর না থাকিলে তাহ বাদসাহের নিকট পেশ হইত না । কিন্তু প্রধান কাননগো দর্পনারায়ণ আপনার প্রাপ্য তিন লক্ষ টাকা না পাইলে নাম স্বাক্ষর করিতে অস্বীকৃত হন। দেওয়ান দাক্ষিণাত্য হইতে প্রত্যাগত হইয়৷ এক লক্ষ টাক দেওয়ার অঙ্গীকার করেন, কিন্তু দর্পনারায়ণ তাঁহাতে সম্মত হন নাই। অগত্যা দেওয়ানকে কেবল দ্বিতীয় কাননগো জয়নারায়ণের দ্বার স্বাক্ষর করাইয়া লইতে হয়। তিনি দাক্ষিণাত্যে বাদসাহদরবারে উপস্থিত হইয়া সম্রাট, উজীর ও অন্যান্য প্রধান কৰ্ম্মচারীকে অনেক পরিমাণে নজর ও বঙ্গদেশ হইতে সংগৃহীত নানা প্রকার বহুমূল্য দ্রব্য উপহার প্রদান করিয়া আয়ব্যয়সংক্রান্ত যাবতীয় কাগজপত্র পেশ করিলেন। উজীর উক্ত কাগজপত্র বিশেষরূপ পরিদর্শন করিয়া তাহার কাৰ্য্যদক্ষতার জন্তু অত্যন্ত সন্তুষ্ট হন । পরিশেষে সম্রাট তাহার প্রতি প্রীত হইয় তাহাকে পুনৰ্ব্বার বাঙ্গল, বিহার ও উড়িষ্যা প্রদেশত্রয়ের দেওয়ানী পদে এবং বাঙ্গল ও উড়িষ্যার নায়েব নাজিমী পদে নিযুক্ত করিয়া একটী বহুমূল্য পরিচ্ছদ, পতাকা, নাগরা ও তরবারি প্রদান করেন এবং সেই সময়ে কারতলব খ বাদসাহের নিকট হইতে মুর্শিদকুলী মাতবনউলমুল্ক আলাউদ্দৌলা জাফর গ। নাসিরী নাসিরজঙ্গ উপাধি প্রাপ্ত হন। তদবধি তিনি ইতিহাসে মুর্শিদকুলী জাফর খাঁ নামে শভিহিত হইয়া আসিতেছেন। জাফর র্থ বাঙ্গলায় প্রত্যাবৃত্ত হইয়া মুখমুসীবাদকে নিজ নামানুসারে মুর্শিদাবাদ আখ্যা প্রদান করিয়া তথায় একটা টাকশাল, চেহেলসেতুন বা চারিংশস্তম্ভযুক্ত প্রাসাদ ও অন্তান্ত কাৰ্য্যাগার নিৰ্ম্মাণ